Home » মোহনপুর পুর পরিষদে আন্তর্জাতিক নারী দিবস পালন

মোহনপুর পুর পরিষদে আন্তর্জাতিক নারী দিবস পালন

by admin

প্রতিনিধি মোহনপুর :- আন্তর্জাতিক নারী দিবস পালনের অঙ্গ হিসেবে মহিলা সাফাই কর্মীদের জানানো হয়েছে সম্মান। বৃহস্পতিবার মোহনপুর পুর পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালনের অঙ্গ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ।
গোটা ভারতবর্ষের পাশাপাশি রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটি পালনের অঙ্গ হিসেবে মোহনপুর পুর পরিষদ এলাকায় যে সমস্ত নারীরা সাফাই কাজের সাথে জড়িত উনাদের সম্মান প্রদান করা হয়েছে। পাশাপাশি মঞ্চে অতিথিদের সাথে বসানো হয়েছে মহিলা সাফাই কর্মীকে। এদিন নারী দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন নারীরা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভাবে এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান চর্চা, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্র, নিরাপত্তা থেকে শুরু করে প্রায় সব কটি স্তরে নারীরা পুরুষদের সাথে সমানভাবে অংশীদারিত্ব করছে। পাশাপাশি গোটা বিশ্বে যে সমস্ত নারীরা বিভিন্ন সময় বিশেষ দায়িত্ব পালন করেছেন সে সমস্ত বিষয় নিয়েও এদিন আলোচনা করেছেন মন্ত্রী। যদিও বর্তমান সময়ে নারীরা পুরুষদের চাইতে সামান্য কিছু পিছিয়ে থাকার বিষয়টিকে কেন্দ্র করে আক্ষেপ প্রকাশ করেছেন মন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।

You may also like

Leave a Comment