76
- প্রতিনিধি, বিশালগড়, ১৪ অক্টোবর।। বিশালগড়ে নির্বিঘ্নে সম্পন্ন হল দুর্গোৎসব। সোমবার সাড়া জাগানো কার্নিভালের মাধ্যমে বিদায় জানানো হয় অসুর বিনাশিনী দেবী দুর্গাকে। এবারে দ্বিতীয়বারের মতো কার্নিভাল অনুষ্ঠিত হয়। সুশান্ত দেব বিশালগড়ের বিধায়ক নির্বাচিত হওয়ার পর গত বছর প্রথমবার বিশালগড়ে কার্নিভাল অনুষ্ঠিত হয়। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। বিশালগড় মহকুমা প্রশাসন, পৌর পরিষদ এবং বিশালগড় পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। সোমবার বিশালগড় ব্রিজ চৌমুহনীতে আয়োজিত কার্নিভালের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক অন্তরা দেব সরকার, বিধায়ক তোফাজ্জল হোসেন, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস, জেলাশাসক সিদ্ধার্ত শিব জয়সওয়াল, মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভৌমিক, পঞ্চায়েত সমিতির সদস্য তপন দাস প্রমূখ। মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর এবং স্থানীয় শিল্পীরা দলগত সংগীত এবং নৃত্য পরিবেশন করেন। এরপর একে একে ক্লাবগুলি সারিবদ্ধভাবে প্রতিমা নিয়ে কার্নিভালে অংশ নেন। ক্লাব গুলির পক্ষ থেকেও অনুষ্ঠান মঞ্চ প্রাঙ্গনে নৃত্য পরিবেশন করেন। সুসজ্জিত কার্নিভালে মোট ১৩ টি ক্লাব অংশ নিয়েছেন। এরপর সরকারি ব্যবস্থাপনায় রঘুনাথপুর বিজয় নদে প্রতিমা বিসর্জন করা হয়। বিধায়ক সুশান্ত দেব ভাষণে বলেন সকলের সহযোগিতায় বিশালগড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার মাধ্যমে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক বন্যায় চরম ক্ষতি হয়েছে বিশালগড়ের। এরপরেও এলাকার সনাতনী সমাজ দুর্গোৎসবের আনন্দে মেতে উঠেছে। কার্নিভালে বিভিন্ন ক্লাবগুলি অংশগ্রহণ এক ইতিবাচক বার্তা বহন করে। আমরা সবাই মিলে দেবী দুর্গার আশীর্বাদ বিশালগড় কে শ্রেষ্ঠ বিশালগড় হিসেবে গড়ে তুলবো। কার্নিভালকে কেন্দ্র করে সোমবার বিকাল থেকেই সাজো সাজো রব বিশালগড়ে। সন্ধ্যা রাতে কার্যত জন ঢল নামে। কার্নিভাল উপভোগ করতে কয়েক হাজার নর নারী উপস্থিত ছিলেন।