Home » মহাবিদ্যালয় আধিকারিকদের চূড়ান্ত অবহেলার কারণে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের মূল্যবান কাজ কেটে খালি করে দিচ্ছে দুর্বৃত্তরা।

মহাবিদ্যালয় আধিকারিকদের চূড়ান্ত অবহেলার কারণে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের মূল্যবান কাজ কেটে খালি করে দিচ্ছে দুর্বৃত্তরা।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
এবার দুর্বৃত্তদের খাবা ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় এর মূল্যবান গাছগুলির উপর। এতদিন যাবত কদমতলা কুর্তি এলাকার আগারগাছ রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কেটে নিয়ে যেত এবং শক্তি প্রদর্শন করে প্রকৃত মালিক কে উপেক্ষিত করে চোরাকারবারির ব্যবসা অব্যাহত রেখেছিল। ইদানিং ধর্মনগর মহকুমার কদমতলা আরডি ব্লক এলাকার ফুলবাড়ীতে ইন্টারন্যাশনাল আগর মার্কেট প্রতিষ্ঠিত হওয়ায় ভাবা গিয়েছিল আগর দুর্বৃত্তদের দুর্বৃত্তপনা কিছুটা কমবে। কিন্তু বাস্তবে তার উল্টা চিত্র ভেসে উঠেছে। ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় যারা আধিকারিক এর দায়িত্বে রয়েছেন তাদের চূড়ান্ত অবহেলার কারণে দিনের পর দিন মহাবিদ্যালয় এলাকার মূল্যবান গাছগুলি দুর্বৃত্তের দল কেটে নিয়ে খালি করে দিচ্ছে। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার আগরসহ বিভিন্ন মূল্যবান গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তের দল। বুধবার ধর্মনগর থানায় এই মর্মে একটি ডায়েরি নথিভুক্ত হলেও কোন দুর্বৃত্তকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সরকারি দ্রব্য মাটির ঢেলা একটা অবজ্ঞা পায় চলে এসেছে কলেজ কর্তৃপক্ষের মধ্যে তাই দায়শার ভাবে শুধুমাত্র একটা জিডি এন্ট্রি করেছে লক্ষ লক্ষ টাকার গাছ খাওয়ানোর পর। তাহলে রক্ষকই যদি ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তবে কে বাঁচাবে সরকারি দ্রব্য কে। সরকার কাদের হাতে দেবে সরকারি দ্রব্য দেখাশোনার দায়িত্ব এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠে এসেছে,।

You may also like

Leave a Comment