প্রতিনিধি , উদয়পুর :-
বর্তমান রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রতিনিয়ত বদ্ধপরিকরভাবে কাজ করে চলছে। তারই ফলস্বরূপ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে একটি আধুনিক পরিষেবা সম্পূর্ণ কমিউনিটি হল নেই। যার দরুন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অনুষ্ঠান করতে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হয় এই বিধানসভা এলাকার জনগণকে। আর এই সমস্যার সমাধান করতে প্রায় ২,৬৮,২৯,১০২.০০ টাকা ব্যয়ে চন্দ্রপুর জে.বি. স্কুল সংলগ্ন একটি আধুনিক পরিষেবা সম্পন্ন একটি কমিউনিটি হল তৈরি করা হবে। মঙ্গলবার দুপুরে চন্দ্রপুর জে.বি স্কুল সংলগ্ন কমিউনিটি হলের সংশ্লিষ্ট জায়গাটি মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন , আরডি দপ্তরের আধিকারিক এবং এলাকার জনপ্রতিনিধির সঙ্গে নিয়ে জায়গাটি সরজমিনে পরিদর্শন করেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় । পরে বিধায়ক সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে বলেন , আমার পূর্ণ বিশ্বাস এই কমিউনিটি হলটি তৈরি হওয়ার পর এই এলাকার বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক অনুষ্ঠান করতে আর কোন অসুবিধার সম্মুখীন হতে হবে না এই বিধানসভায় এলাকার জনগণকে। তৎসঙ্গে এই কমিউনিটি হলটি এত কম সময়ের মধ্যে অনুমোদন দেওয়ার জন্য ধন্যবাদ জানান রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কে । সেই সাথে ধন্যবাদ জানান ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কে। এই কমিউনিটি হল ঘর তৈরি হবে একথা গোটা বিধানসভা কেন্দ্র জুড়ে চাউর হতেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় ।