ধর্মনগর প্রতিনিধি।
মঙ্গলবার উত্তর জেলা সদর ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উত্তর জেলা প্রশাসনের উদ্যোগে একদিনের এক ডিজেস্টার ম্যানেজমেন্টের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার সভাধিপতি ভবতোষ দাস, তাছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক এবং সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, জেলা ফরেস্ট অফিসার সুমন মাল্লা, উত্তর জেলা ম্যানেজমেন্ট এর দায়িত্বপ্রাপ্ত অফিসার সনত কুমার দাস। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত হন গৌতম শুক্ল বৈদ্য, ডিভিশনাল ফায়ার অফিসার স্বর্ণ ত্রিপুরা সহ বিভিন্ন দপ্তরের বিশেষজ্ঞরা। এই অনুষ্ঠানে ভূমিকম্প বা বন্যা বা যেকোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে কেমন করে নিজেদেরকে রক্ষা করতে হবে এবং কি কি করা একান্ত দরকার তা নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কেউ আমন্ত্রণ জানানো হয় এবং তাদেরকে বিপর্যয় মোকাবেলাতে করণীয় কার্যসমূহ নিয়ে শিক্ষা দেওয়া হয়। সনত কুমার দাস জানান কিছুদিন আগে ধর্মনগরে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি দল এসেছিল। তারা জানিয়ে গেছে ধর্মনগর চূড়ান্ত ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে রয়েছে। তাই বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে যেসব সরকারি গাইডলাইন রয়েছে তা মেনে নির্মাণ করার জন্য আবেদন জানান। বন্যা সাইক্লোন এইসব থেকে কেমন করে নিজেদেরকে রক্ষা করা পাশাপাশি অন্যকে বিপদমুক্ত করা যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা করা হয় এবং পর্দাতে তা প্রদর্শন করে সবাইকে অবগত করা হয়। যেভাবে দেশে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ছে গৃহপালিত পশুরা মারা যাচ্ছে তাদেরকে বাঁচানোর পন্থা হিসেবে এই কর্মশালার আয়োজন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।
ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে ডিজেস্টার ম্যানেজমেন্টের একদিনের কর্মশালা অনুষ্ঠিত।
144