Home » নিজের জন্মদিনে সামাজিক কর্মসূচি বাজার সত্যভাষন পত্রিকার প্রতিনিধি তথা শান্তিরবাজার প্রেসক্লাবের সেক্রেটারি বিক্রম এর ।

নিজের জন্মদিনে সামাজিক কর্মসূচি বাজার সত্যভাষন পত্রিকার প্রতিনিধি তথা শান্তিরবাজার প্রেসক্লাবের সেক্রেটারি বিক্রম এর ।

by admin

শান্তিরবাজার প্রতিনিধি: শান্তির বাজার মহকুমার সত্যভাষন পত্রিকার প্রতিনিধি বিক্রম দেবনাথ সত্যনিষ্ঠার সহিত সংবাদ পরিবেশনের পাশাপাশি নানান সামাজিক কর্মসূচী করেযাচ্ছে। বিক্রম দেবনাথের একান্ত প্রচেষ্টায় শান্তির বাজার মহকুমার মধ্যে শিশু উৎসবের আয়োজন করাহয়। উনার উদার মানসিকতা প্রতিনিয়ত নানান ভাবনাজাগে লোকজনদের সাহায্যার্থে। শান্তির বাজার মহকুমার মনপাথর এলাকায় বিক্রম দেবনাথ বসবাস করে। এই এলাকার স্থায়ী বাসিন্দা হবার কারনে যখনই কারোর সমস্যার কথাশুনতে পায় সেখানেগিয়ে সাহায্যের হাত বারিয়েদেয়। বিক্রম দেবনাথের এইধরনের কর্মসূচীর জন্য সকলে সাধুবাদ জানায় । এরইমধ্যে নিজ জন্মদিনের আনন্দ নিজেরমধ্যে সিমাবদ্ধ নারেখে বিক্রম দেবনাথ নিজ জন্মদিনে এলাকার গরীব দুস্তদের মধ্যে শীত বস্ত্র বিতরন করে, আট করার সামগ্রী, খাতা, কলম বিতরন করে। এছারাও জন্মদিনকে কেন্দ্রকরে সারাদিনব্যাপী নানান সামাজিক কর্মসূচীতে অংশগ্রহন করে বিক্রম দেবনাথ। প্রতিনিয়ত বিক্রম দেবনাথের সামাজিক মানসিকতা দেখে যুবশক্তি সামাজিক সংস্থা এবং শান্তিরবাজার প্রেসক্লাবের উদ্যোগ উনার প্রতি কৃতজ্ঞতা এবং জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন।

You may also like

Leave a Comment