Home » তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিবেকানন্দের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান উদয়পুরে

তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিবেকানন্দের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান উদয়পুরে

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং উদয়পুর পৌর পরিষদের সহযোগিতায় জাতীয় যুব দিবস এবং স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুর একটাই উদয়পুর রাজর্ষি কলা কেন্দ্রে । প্রদীপ প্রজ্জ্বলন করে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠের স্বামী ভক্তি সুধানন্দ মহারাজ। এছাড়া ছিলেন , পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা সহ প্রমূখ । এদিন সকলে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুস্পার্গ অর্পণ করেন । পরে অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা সহ সকল অতিথিরা । সকলে স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে আলোকপাত করেন । পরে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বামী বিবেকানন্দের জীবনের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে । গোটা অনুষ্ঠানে বিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল খুবই লক্ষনীয় ।

You may also like

Leave a Comment