Home » গন্ডাছড়ায় স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপন

গন্ডাছড়ায় স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপন

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া :- ১২ জানুয়ারি বিশ্বপ্রেমিক স্বামী বিবেকানন্দের জন্মদিন। এদিন গোটা দেশ তথা রাজ্যের সাথে তাল মিলিয়ে গন্ডাছড়া বিবেকানন্দ ক্লাবের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদার সাথে স্বামীজীর ১৬২ তম জন্মদিনটি পালন করা হয়। এই উপলক্ষে এদিন ভোর সকালে ক্লাব প্রাঙ্গণ ও তার আশপাশ এলাকায় সাফাই অভিযান করা হয়। সকাল ১১’টায় ক্লাব প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে স্বামীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক আদিত্য সরকার। এছাড়াও ক্লাব সদস্য লিটন দেবনাথ, প্রদীপ মালাকার, হারাধন দাস, শংকর বনিক, কিরমোহন দাস প্রমুখরা।সেখানে আলোচনা করতে গিয়ে সম্পাদক আদিত্য সরকার স্বামীজীর জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন স্বামী বিবেকানন্দের মতো মহাপুরুষের আবির্ভাব ভারতবর্ষের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তিনি সর্বপ্রথম একজন দেশ ভক্ত, পরে একজন সন্ন্যাসী। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন’টিকে জাতীয় যুব দিবস হিসাবেও পালন করা হয়। ক্লাব সম্পাদক আরো বলেন স্বামী বিবেকানন্দ যুবদের উপর সবচেয়ে বেশি নির্ভর করেছেন। যুবরাই দেশের ভবিষ্যৎ, তাদের হাতেই নির্ভর করে আগামীর নিশ্চয়তা। তিনি শুধু দেশের যুবসমাজকেই জাগ্রত করেননি, তিনি গোটা বিশ্বের যুব সমাজকে জাগ্রত করার জন্য চেষ্টা চালিয়ে গেছেন। উনার কর্মযজ্ঞ গোটা দেশের যুব সমাজের মধ্যে বিকশিত হচ্ছে। স্বামীজী সনাতন ধর্ম নিয়ে শিকাগো ধর্ম সভায় যে বক্তৃতা রেখেছিলেন তা আজও বিশ্ববাসীর কাছে চিরস্মরণীয় হয়ে আছে। এদিন স্বামীজীর জন্ম দিনটিকে ঘিরে বিবেকানন্দ ক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

You may also like

Leave a Comment