Home » গ্ৰীনভিউ সংস্থার সামাজিক কর্মসূচি

গ্ৰীনভিউ সংস্থার সামাজিক কর্মসূচি

by admin

প্রতিনিধি কৈলাসহর:-আজ কৈলাসহর হীরাছড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে গ্রীন ভিউ সামাজিক সংস্থার উদ্যোগে এক বস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন।এরই উপলক্ষে আজ গ্রিনভিউ সামাজিক সংস্থার উদ্যোগে হীরাছড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক বস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, মন্ডলের বিএলএ ইনচার্জ দীপক দে,গ্রিন ভিউ সামাজিক সংস্থার কর্ণধার বিদ্যুৎ দে,হীরাছড়া ২১ নং বুথের বিজেপি দলের বুথ সভাপতি শ্রীকুমার সরকার, বিশিষ্ট সমাজসেবী আহমদ আলী,সুনীল বাউরি থেকে শুরু করে আরোও অনেকে। আজ প্রায় ৫৫ জন গরিব দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।উল্লেখ থাকে যে, গ্রিনভিউ সামাজিক সংস্থা সর্বদা জনসেবায় নিয়োজিত থাকে।গরিব দুস্থদের সাহায্যের পাশাপাশি গাছ লাগানো থেকে শুরু করে সমাজের জন্য কাজ করতে এই গ্রিনভিউ সামাজিক সংস্থাকে দেখা যায়।অনেক সুনামের সহীত কৈলাশহরে গ্রিনভিউ সামাজিক সংস্থা কাজ করে যাচ্ছে।তবে গ্রিন ভিউ সামাজিক সংস্থার এই ধরনের উদ্যোগ দেখে খুবই খুশি আজ হীরাছড়া এলাকার জনসাধারণরা।

You may also like

Leave a Comment