প্রতিনিধি মোহনপুর:-২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের রাস্তাঘাট নির্মাণে যে অভূতপূর্ব উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে তা কোনভাবেই অস্বীকার করার মত নয়। বরং এই কাজের প্রশংসা করলেন ক্ষুদ বাম বিধায়ক নয়ন সরকার। বামুটিয়া বিধানসভার নির্মীয়মান রাস্তা পরিদর্শন করে কাজের গুণগত মান নিয়েও প্রশংসা করেছেন বিধায়ক।
প্রান্তিক রাজ্য হিসেবে পরিচিত ত্রিপুরাতে সড়কপথে যোগাযোগ ব্যবস্থার আমল পরিবর্তন হয়েছে বেশ কয়েক বছরে। নির্মাণ হয়েছে একের পর এক জাতীয় সড়ক। আরো বেশ কিছু সড়ক নির্মাণ কাজ চলছে। একইভাবে গ্রামীণ এলাকাতেও এই উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। বামুটিয়া বিধানসভার নোয়াগাঁও থেকে ছেছুড়িয়া পর্যন্ত দীর্ঘ বছরের চলাচলের বেহাল রাস্তা পাকা করা কাজ শুরু হয়েছে। শুক্রবার এই নির্মীয়মান রাস্তা পরিদর্শন করলেন বামুটিয়ার বাম বিধায়ক নয়ন সরকার। পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে এই রাস্তা পরিদর্শন করে কাজের গুণগত মান নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন বিধায়ক। তিনি বলেন ভালো কাজ হচ্ছে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে। সরকারের উন্নয়নমূলক কাজে বিরোধী দলের বিধায়কের এই ধরনের প্রশংসা সরকারের উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে ধারণা করছেন স্থানীয়রা।
রাস্তা নির্মাণের কাজ পরিদর্শন করে প্রশংসা বাম বিধায়কের
136