Home » বুধবার সকাল থেকে খুঁজে পাওয়া না যাওয়া হলিক্রস কনভেন্ট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আদিত্য থাপার মা কেয়া থাপা অবশেষে ধর্মনগর থানায় মামলা নথিভুক্ত করল।

বুধবার সকাল থেকে খুঁজে পাওয়া না যাওয়া হলিক্রস কনভেন্ট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আদিত্য থাপার মা কেয়া থাপা অবশেষে ধর্মনগর থানায় মামলা নথিভুক্ত করল।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
বুধবার সকাল চারটায় হোলি ক্রস কনভেন্ট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র আদিত্য থাপা, তার মা কেয়া থাপার সাথে শেষ দেখা হয়েছিল। সকাল আটটা থেকে কেয়া থাপা ছেলেকে পাবার জন্য একবার বিবিআই মাঠ, একবার তার স্কুল, একবার তার বাবা যেখানে শনিছড়াতে চাকরি করে, একবার তার সহপাঠীদের ঘরে ঘরে ঘুরতে ঘুরতে অবশেষে ধর্মনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিল। তারপর বিভিন্ন আত্মীয়-স্বজন এবং পরিচিতিদের মধ্যে খোঁজখবর চালিয়ে যায়। কিন্তু কোথায় ও ছেলের কোন হদিস না পেয়ে অবশেষে শুক্রবার রাতে ধর্মনগর থানায় একটি মামলা দায়ের করে। ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ নং ধারায় এ মামলাটি গৃহীত হয়। এখন ধর্মনগর থানার পুলিশ মামলাটি হাতে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে নাবালক ছেলেটিকে খুঁজে পাওয়ার জন্য। ছেলেটির মা অর্থাৎ কেয়া থাপা প্রতিনিধির সাথে সাক্ষাৎকারে জানিয়েছেন এখন পর্যন্ত এই ছেলের অগ্রিমপণ হিসেবে দাবি করে কোন ফোন তাদের বাড়িতে এসে পৌঁছায়নি। এদিকে দুই ছেলের জননী কেয়া দেবী ছোট ছেলে আদিত্যের জন্য প্রতিদিন অশ্রুধারায় কখনো এদোয়ার কখনো ওদোয়ার ভিজে যাচ্ছে। কেয়া দেবী সংবাদমাধ্যম এবং প্রশাসনের কাছে তার ছেলের প্রাণভিক্ষা চেয়ে ছেলের প্রতীক্ষায় বসে আছে। কখন ছেলে আসবে মা বলে ডাকবে ,স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি খাবার দাও বলবে।

You may also like

Leave a Comment