146
প্রতিনিধি কৈলাসহর:-গৌরনগর ব্লকের অন্তর্গত চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের জলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ বলেহর অঙ্গনওয়াড়ী কেন্দ্রের শুভ দ্বারোদঘাটন পর্ব সম্পন্ন হয়েছে।এই এলাকার জনগণের দীর্ঘদিনের দাবিকে প্রাধান্য দিয়ে রাজ্য সরকার খুব দ্রুততার সহিত এই অঙ্গনওয়াড়ী কেন্দ্রটির নির্মাণ কার্য সম্পাদন করেছে।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী টিংকু রায়।এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নারাণ সিনহা,জলাই গ্ৰাম পঞ্চায়েতের প্রধান এবং বিশিষ্ট সমাজকর্মী শ্যাম কুমার সিনহা সহ অন্যান্যরা।শ্রম মন্ত্রী টিংকু রায় তার বক্তব্যে বলেন ত্রিপুরা সরকার গ্ৰামীন এলাকার উন্নয়নে বদ্ধ পরিকর এবং এই উন্নয়নের ধারাকে ক্রমশ এগিয়ে নিয়ে যাচ্ছে।