Home » তেলিয়ামুড়া পৌর পরিষদের পক্ষ থেকে বীর যোদ্ধাদের স্মরণ

তেলিয়ামুড়া পৌর পরিষদের পক্ষ থেকে বীর যোদ্ধাদের স্মরণ

by admin

মেরে মিট্টি মেরে দেশ কর্মসূচির অঙ্গ হিসাবে আজ তেলিয়ামুড়া পৌর পরিষদের পক্ষ থেকে স্বাধীনতা সংগ্রামীদের পরিবার-পরিজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
যাদের আত্ম বলিদান ও আত্মত্যাগের কারণে ভারত বর্ষ স্বাধীনতা লাভ করেছে সেই সকল বীর সেনানিদের সম্পর্কে নতুন প্রজন্ম যাতে স্মরণ করতে পারে তার জন্য প্রতিফলক বসানো হয়েছে। তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকাতে মোট সাতজন বীর সেনানি রয়েছেন যাদের আত্ম বলিদান এর কাহিনী আজও স্মরণীয় হয়ে রয়েছে। আজ
শনিবার পড়ন্ত বিকেলে তেলিয়ামুড়া দশমী ঘাট ভগৎ সিং মিনি স্টেডিয়ামের পাশে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়ার মাটিকে যাঁরা গৌরবান্বিত করেছিল সেই সাতজন স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের হাতে সংবর্ধনা তুলে দেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্য অতিথিরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর পিতা রূপক সরকার, সহ পুর পিতা মধুসূদন রায়, মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, পুরপরিষদের ডেপুটি সিইও অমিত রায় চৌধুরী সহ বিভিন্ন ব্যক্তিবর্গরা।
বিভিন্ন সংগীত শিল্পীরা দেশাত্মবোধক গানের মাধ্যমে মাতিয়ে তুলেন অনুষ্ঠান । অনুষ্ঠানের শুরুতে যোদ্ধা দের স্মরণে বৃক্ষরোপন করা হয়।

You may also like

Leave a Comment