Home » হরেন্দ্র নগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে একগুচ্ছ অভিযোগকে ঘিরে মূল ফটো তালা

হরেন্দ্র নগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে একগুচ্ছ অভিযোগকে ঘিরে মূল ফটো তালা

by admin

প্রতিনিধি মোহনপুর:-বামুটিয়ার হরেন্দ্রনগর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সবিতা সরকার শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ মারধোর করার অভিযোগে বিদ্যালয়ের মূল ফটোকে তারা ঝুলিয়ে দেয় শিক্ষার্থী ও অভিভাবকরা। পরবর্তী সময়ে দপ্তরের আধিকারিকরা এলে খুলে দেয়া হয় বিদ্যালয়ের মূল ফটক।
হরেন্দ্র নগর চা বাগান এলাকাতে বসবাসরত বেশিরভাগ দরিদ্র মানুষের ছেলেমেয়েরা হরেন্দ্র নগর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে পড়াশোনা করে। কিন্তু বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দূরব্যবহারে শিক্ষার্থীরা স্কুল বিমুখ হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। শনিবার বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একরাশ অভিযোগ উগরে দিলেন শিক্ষার্থী সমেত অভিভাবকরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাদের প্রতিনিয়ত গায়ের রং কালো হওয়ার কারণে কটুক্তি করেন। এমনকি বিভিন্ন সময় অশালী ভাষাতে শিক্ষার্থীদের বকা দেওয়ার অভিযোগ উঠেছে ওনার বিরুদ্ধে। অভিযোগ শুক্রবার বিদ্যালয়ে এক ছাত্রীকে বাজেভাবে উনি মানসিক নির্যাতন করায় ছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু তিনি ছাত্রীকে সহযোগিতা করার পরিবর্তে বাড়িতে চলে যান বলে অভিযোগ করেন অভিভাবকরা। পরবর্তী সময়ে অসুস্থ ছাত্রী রিয়া ঝা কে জিবিপি হাসপাতালে নিয়ে যায় বাড়ির লোকেরা। শিক্ষার্থীরা দাবি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার স্থানান্তর ছাড়া তারা বিদ্যালয়ে পঠন-পাঠন করবে না। একইভাবে অভিভাবকরা দাবি করেন এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে অতিসত্বর এই বিদ্যালয় থেকে অন্যত্র স্থানান্তর করা হোক। অবশেষে শিক্ষা দপ্তরের আধিকারিকরা ঘটনা স্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

You may also like

Leave a Comment