প্রতিনিধি, বিশালগড় , ১৩ জুলাই।। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিশালগড় মহকুমা প্রশাসন। দুর্যোগ মোকাবেলা মহড়া দিয়ে প্রস্তুতির জানান দিয়েছে প্রশাসন । বৃহস্পতিবার কমলাসাগর গ্রামীণ পর্যটন কেন্দ্রে দুর্যোগ মোকাবেলার বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেন বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, মহাকুমা পুলিশ অধিকারিক পান্নালাল সেন, বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তর, টি এস আর, এনডিআরএফ, বিশালগড় পূর্ত দপ্তর, বিদ্যুৎ দপ্তর, মধুপুর থানার পুলিশ, সিভিল ডিফেন্স সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। দুর্যোগপূর্ণ অবস্থায় উদ্ধারকারীরা কিভাবে উদ্ধার কার্য চালিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায় তা মহড়া দেওয়া হয় । কমলাসাগর দিঘী, কুমিল্লা ভিউ টুরিস্ট লজকে কেন্দ্র করে মহড়া কর্মসূচি বাস্তবায়ন হয়। মহকুমা শাসক বিনয় ভূষণ দাস জানান দুর্যোগ কখন আসবে কেউ জানেনা। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে কম হয় তারজন্য প্রস্তুত থাকতে হয়। দুর্যোগ মোকাবেলায় বেশ কয়েকটি দপ্তর সমন্বয় গড়ে কাজ করতে হয়। তাই আগাম প্রস্তুতির মহড়া দিয়ে ত্রুটিগুলো নিরূপণ করে সংশোধন করা হয়।
109