Home » পুরো পরিষদের উদ্যোগে ধর্মনগরে চলছে বন মহোৎসব।

পুরো পরিষদের উদ্যোগে ধর্মনগরে চলছে বন মহোৎসব।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
ধর্মগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের ক্লিন ধর্মনগর গ্রীন ধর্মনগর এবং লাভ ধর্মনগর এই মন্ত্র কে সামনে রেখে পুরো পরিষদ একের পর এক বনমহোৎসব এর মাধ্যমে বৃক্ষরোপণ করে চলেছে। আজ অর্থাৎ মঙ্গলবার ছিল কালিবাড়ি দিঘির চতুর্দিকে বৃক্ষরোপনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার ধর্মনগর মহকুমা ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা। এ বৃক্ষরোপনের মাধ্যমে ধর্মনগর কে সম্পূর্ণরূপে সবুজে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছিল জনসাধারণের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা।

You may also like

Leave a Comment