প্রতিনিধি কৈলাসহর:-আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির কিষান মোর্চা সারা রাজ্যে মাস ব্যাপী যে কার্যক্রম নিয়েছে তার প্রথম পর্বের ঘর ঘর জনসম্পর্ক অভিযান ঊনকোটি জেলা থেকে শুভারম্ভ হয়েছে।কৈলাসহর মন্ডলের ৫২ ও ৫৭ নং বুথে সকাল ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিরামহীন ভাবে জনসম্পর্ক করা হয়।ঘর ঘর জনসম্পর্কের শুভ সূচনা করেন কিষান মোর্চা জেলা সভাপতি হিরণময় সিনহা, উপস্থিত ছিলেন কিষান মোর্চা প্রদেশ সহ-সভাপতি প্রদীপ বরণ রায়,জেলা সহ-সভাপতি প্রসেনজিৎ পাল ও কুমারঘাট মন্ডল কিষান মোর্চার সভাপতি গৌতম কুমার দত্ত সহ অন্যান্য কার্যকর্তা গণ।গত সাড়ে ৪বছরে ত্রিপুরা সরকার ত্রিপুরায় কি কি উন্নতি করেছে এবং এই উন্নতির উপকারিতা ঘরে ঘরে পৌঁছেছে কিনা এবং যে সুশাসন এবং শান্তির বাতাবরণ চলছে সেই সুশাসনে প্রতি ঘরে ঘরে মানুষ কতটুকু উপকৃত হয়েছেন এবং সরকারের কাজকর্মের খতিয়ান ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যই এই জনসম্পর্কের মূল লক্ষ্য। কার্যকর্তাগণ সরকারের কাজকর্মের রিপোর্ট কার্ড প্রতি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।ঘর ঘর বিজেপি কার্যক্রমের সময় অনেকেই গত সাড়ে চার বছরের সরকারের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেছেন।পাশাপাশি সাধারণ মানুষ ২০২৩ বিধানসভা ভোটে ফের বিজেপি সরকারকেই চাইছেন।
133
previous post