Home » স্কুল পড়ুয়া ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করলেন শিল্পমন্ত্রী

স্কুল পড়ুয়া ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করলেন শিল্পমন্ত্রী

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

রাজ্য সরকার গত দুই বছর করোনা ভাইরাস থাকার কারণে স্কুল পড়ুয়া ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করতে পারেনি । তাই এই বছর সবকিছু ঠিকঠাক থাকায় স্কুল পড়ুয়া ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করতে শুরু করেছে । মঙ্গলবার বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বগাবাসা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয় । বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের শিল্পমন্ত্রী রামপদ জমাতিয়া। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে এলাকার বিশিষ্ট সমাজসেবকরা । বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্পমন্ত্রী রামপদ জমাতিয়া বলেন , বিগত দিনে বাছাই করে কিছু মুষ্টিমেয় ছাত্রীদের মধ্যে এই বাইসাইকেল বিতরণ করা হতো । কিন্তু বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর এই সকল বাছাই করা নিয়ম সরিয়ে দিয়েছে । বর্তমান সরকারের বক্তব্য শিক্ষা ক্ষেত্রে কোন প্রকারের ভেদাভেদ থাকবে না । আর সেদিকে লক্ষ্য রেখে বর্তমান সরকার রাজ্যের সমস্ত বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল দিয়ে যাচ্ছে । এছাড়া কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল দেওয়া হচ্ছে সাহায্য সরকারের পক্ষ থেকে । মোবাইল ফোন দেওয়ার একমাত্র কারণ বর্তমান ডিজিটাল যুগে পড়াশোনা আরো দ্রুতগতিতে যেন করা যায় তার সুবিধা যেন পেতে পারে ছাত্র ছাত্রীরা সেই দিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার । তাই আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে আরও বেশি করে অগ্রসর যেন ছাত্র-ছাত্রীরা হতে পারে সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার কাজ করে চলেছে । এদিন ছাত্রীরা মন্ত্রীর হাত থেকে বাইসাইকেল পেয়ে খুবই খুশি

You may also like

Leave a Comment