Home » কৃষকের ধানি জমি কেটে সাহায্যের হাত বাড়ালেন কৃষান মোর্চার কর্মীরা

কৃষকের ধানি জমি কেটে সাহায্যের হাত বাড়ালেন কৃষান মোর্চার কর্মীরা

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

কৃষকের ধানি জমি কেটে সাহায্যের হাত বাড়িয়ে দিলো কৃষান মোর্চার কর্মীরা। মঙ্গলবার দুপুরে ৩০ বাগমা মন্ডলের অন্তর্গত ফোটামাটি গ্রাম পঞ্চায়েতের এক কৃষক কবীর মিঞা আর্থিকভাবে স্বাবলম্বী না থাকার কারণে নিজের ধানি জমি কাটতে গিয়ে সমস্যায় পড়েছে । এই কারণে কৃষক বিজেপি গোমতী জেলা কিষান মোর্চার কাছে সাহায্য চেয়েছিলেন । সেই মতে আজ দুপুরে রাজ্যের শিল্প মন্ত্রী রামপদ জমাতিয়ার উপস্থিতিতে সে কৃষকের এক কানি ধানি জমি নিজ হাতে কেটে দিয়ে সাহায্যের হাতে বাড়িয়ে দেয় বিজেপি গোমতী জেলা কিষান মোর্চা । এদের মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন গোমতী জেলার কৃষান মোর্চার সভাপতি তাপস দাস , সাধারণ সম্পাদক সমীর দাস, গ্রাম প্রধান অঞ্জন দেবনাথ সহ আরো অনেকে । এদিন কৃষকের এই ধানি জমি কেটে দেওয়ার ফলে আর্থিকভাবে যেমন অনেকটাই লাভ হয়েছে কৃষক কবীর মিঞার ।‌ আর অন্যদিকে কৃষকের পরিবারের সকল সদস্যরা খুবই খুশি ভারতীয় জনতা পার্টির কৃষান মোর্চার মানবিকতা দেখতে পেয়ে।

You may also like

Leave a Comment