Home » কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে, স্বামী ও শাশুড়ির,শারীরিক ও মানসিক অত্যাচারে নিখোঁজ গৃহবধ।

কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে, স্বামী ও শাশুড়ির,শারীরিক ও মানসিক অত্যাচারে নিখোঁজ গৃহবধ।

by admin

বক্সনগর প্রতিনিধি :-বিগত৪/৮ ২০২৫ , ইং তারিখ থেকে, কলসি মোরা রতন দোলা নিবাসী,প্রদীপ নম এর স্ত্রী বাসন্তী বৈদ্য, নিখোঁজ। সূর্য মনি নগর ২ নং ওয়ার্ডের বাসিন্দা রঞ্জিত বৈদ্যের কন্যা বাসন্তী বৈদ্যের সহিত সনাতন ধর্মীয় রীতি অনুসারে সামাজিকভাবে প্রদীপ নম্ঃ শুভ বিবাহ সম্পন্ন হয়। আজ থেকে নয় বছর পূর্বে, তৎকালীন সময়ে আশা বাড়ি নিবাসী নির্মল নম র, পুত্র প্রদীপ নম ঃ সহিত। বর্তমানে কলসি মোরা গ্রাম প্রদীপ নম বসবাস করছে। বাসন্তী বৈদ্যের বিয়ের দু বছরের মাথায় ফুটপুটে কন্যা সন্তানের জন্ম হয়, কন্যা সন্তান জন্ম হওয়ার কারণেই সংসারে অশান্তি কলহ বিরাজ করছে। নির্মম ভাগ্যের কি পরিহাস পরপর কন্যা সন্তানের জন্ম হয়। কখন থেকেই সংসারে শুরু হয়ে যায় অকথ্য অত্যাচার নির্যাতন শারীরিক-মানসিক টর্চার। প্রদীপ নমো এবং তার মা র মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে বাসন্তীর কোলে কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে। প্রদীপ নমঃ একজন গাঁজা ব্যবসায়ী, দুই নম্বরি পাচারকারী এবং সমাজের দুষ্ট প্রকৃতির লোক হিসেবে গোটা কলসি মোরা, বক্স নগর তার নাম ছড়িয়ে রয়েছে। সে তার ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে সাত দিন আট দিন অন্যত্র চলে যায়, কিন্তু সংসারের খরচাপাতি দেবার এবং ছোট শিশু কন্যা সন্তানের দায়িত্ব কর্তব্য বলতে কিছুই খবর রাখে না, খাবার দাবার টিফিন এমনকি সংসারের খরচ কিছুই দিচ্ছে না। অথচ ব্যবসা-বাণিজ্য ছেড়ে এসে বাড়িতে এসেই বাসন্তী বৈদ্যের শহীদ ঝগড়াঝাটি মারপিঠ করত বলে প্রতিবেশী সূত্র থেকে জানা যায়। এরকম অত্যাচার নিপীড়, নির্যাতন অসহ্য জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে পূর্বে আরো দুই দুইবার বাবার বাড়িতে চলে যেত। সরকারি আইনি প্রশাসনের সহযোগিতা এবং গ্রাম পঞ্চায়েতের সালিশি সভার মাধ্যমে আরো দুইবার প্রদীপ ন মঃ হাতে তুলে দেওয়া হয় নতুনভাবে সংসার করার জন্য বাসন্তী বৈদ্যকে। মা ও ছেলে মিলে আমার মেয়ে বাসন্তী বৈদ্য কে প্রাণনাশের হুমকি দিয়েছে। কিন্তু পাষণ্ড প্রদীপ নম ঃ,অসুর এবং পশুর মত উগ্র ব্যবহার অত্যাচারে নির্যাতন শারীরিক-মানসিক দিন থেকে দিন বৃদ্ধি পেয়েছে। ঘটনার আড়ালে অনেক কিছু ঘটতে পারে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। প্রদীপ নমঃ র মতিগতি বোঝা বড় দায়।
তাই আজ ৯ দিন অতিক্রান্ত হইয়া গেলে ও প্রদীপ নম ঃ আমার মেয়েকে খোঁজ এবং সন্ধান করার জন্য আমাদের কে কোন সহযোগিতা সাহায্য করেনি, এমনকি পুরো ঘটনা জানান নি ।তাই আমি একজন হতদরিদ্র পিতা হিসেবে আমার মেয়ে কে উদ্ধার করার জন্য নিখোঁজ ডায়েরি করেছি,কলম চৌড়া থানা, প্রশাসনিক তদন্তক্রমে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট বিনম্র আবেদন করছি।

You may also like

Leave a Comment