Home » একই দিনে শান্তিরবাজার দুটি স্কুলেই দুঃসাহসিক চুরি, তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ ।

একই দিনে শান্তিরবাজার দুটি স্কুলেই দুঃসাহসিক চুরি, তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ ।

by admin

প্রতিনিধি শান্তিরবাজার : গতকাল রাতে শান্তিরবাজার মহকুমা শান্তির বাজার মডেল বালিকা বিদ্যালয়ে এবং শান্তির বাজার বয়েজ হাই সেকেন্ডারি স্কুলেদুঃসাহসিক চুরি সংগঠিত করেন নিশি কুটুম্বের দল। সকালবেলা শিক্ষকেরা যখন প্রাত বিভাগে জন্য শান্তির বাজার বালিকা বিদ্যালয়ে আসেন তখন তারা দেখতে পান বিদ্যালয়ের মেইন গেটের সঙ্গে ছোট গেটের দরজার তালা ভাঙ্গা অবস্থা। তারপরে শিক্ষকরা বিদ্যালয়ের ভিতর প্রবেশ করলে সেখানেও দেখতে পান বিদ্যালয়ের প্রত্যেকটা ক্লাস রুমের , অফিস , স্টাফ রুমের, তালা ভাঙ্গা অবস্থা পাশাপাশি স্টাফ রুম, অফিস কক্ষের প্রত্যেকটা আলমারি লকার ভাঙ্গা অবস্থা। তাই বিদ্যালয়ের এই অবস্থা দেখে খবর দেয়া হয় শান্তিরবাজার শান্তির বাজার থানায়। ছুটে আসেন শান্তির বাজার থানার এসআই নারায়ন নারায়ণ পাল । জানা যায় ওই স্কুলে কম্পিউটার ল্যাপটপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী থাকা সত্ত্বেও নিশি কুটুম্বের দল নিয়ে যায় বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের কাছ থেকে ফরম ফিলাপের জন্য যেই টাকা সংগ্রহ করা হয়েছিল তা নিয়ে যায় নিস্কুটূপের দল প্রায় ৫০ থেকে ৫৫ হাজার টাকা চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে । অপরদিকে একইদিনে শান্তির বাজার বয়েজ হাই সেকেন্ডারি বিদ্যালয়েও চুরি সংঘটিত হয় বলে জানা যায়। সেই বিদ্যালয়েও নিশি কুটুম্বের দল বিদ্যালয়ে অফিস কক্ষ এবং স্টাফ রুমের তালা ভেঙ্গে বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে খবর । এই দুঃসাহসিক চুরি ঘটনাকে কেন্দ্র করে খবর পেয়ে ছুটে যান স্কুল পরিচালন কমিটির সভাপতি তথা শান্তিরবাজার পুরো পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা ।শান্তির বাজার জনবহুল এলাকায় এই বিদ্যালয় দুটি থাকা সত্ত্বেও একই দিনে এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ।

You may also like

Leave a Comment