Home » চৌদ্দ দেবতার মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

চৌদ্দ দেবতার মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

by admin

প্রতিনিধি কৈলাসহর:-সোনালী ফসলের অঞ্চল রাঙ্গাউটি গ্ৰামীন এলাকায় কৈলাসহরের খাওড়াবিল চতুর্দশ দেবতা মন্দিরে আজ ঐতিহ্যবাহী মাঘী পূর্ণিমা উপলক্ষে আয়োজিত উৎসব ও মেলার শুভ সূচনা হয়েছে।এই পবিত্র তিথিতে ভক্ত সমাগমে মুখরিত মন্দির প্রাঙ্গণ,ধূপের সুগন্ধ আর মন্ত্রোচ্চারণে পরিপূর্ণ পরিবেশ যেন এক অপার আধ্যাত্মিক শান্তির বার্তা বহন কর চলেছে দশকের পর দশক ধরে।এই পবিত্র তিথিতে দেব দেবীদের আশীর্বাদে সবার জীবন শান্তি,সমৃদ্ধি ও শুভ শক্তিতে উজ্জীবিত হোক এই প্রার্থনা সকলের-ই।চতুর্দশ দেবতার মহিমায় ভক্তদের হৃদয় পরিপূর্ণ হোক ভক্তি ও আনন্দে।সকলের জীবন শুভ হোক,পূণ্য তিথির আলোয় আলোকিত হোক সকলের জীবন পথ।আজকের এই উদ্বোধনী সমারোহে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়,জেলা সভাধিপতি অমলেন্দু দাস,প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা,চ্যায়ারপার্সন চপলা দেবরায়,জেলা পরিষদের সদস্য বিমল কর, মহকুমা শাসক প্রদীপ সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উৎসব কমিটির সভাপতি নলিনী কুমার পাল এবং স্বাগত বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন তথা মেলা কমিটির সদস্য নীতিশ দে।প্রায় দুইশত বছরের প্রাচীন এই ১৪ দেবতার মেলা যুগ যুগ ধরে মানুষের সুখ শান্তি এবং মঙ্গলার্থে আয়োজিত হয়ে চলেছে।হাজারেরও অধিক দর্শনার্থীদের সমাগম, রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীদের বিপনন পসরা এবং সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান এই উৎসবের গরিমা বৃদ্ধি করেছে।

You may also like

Leave a Comment