প্রতিনিধি, বিশালগড় , ১৩ ডিসেম্বর।। সিপাহীজলা জেলা পুলিশ প্রশাসন এবং বিশালগড় প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে নানা কার্যক্রমের মাধ্যমে মেগা প্রয়াস অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১১ টায় বিশালগড় টাউন বালিকা বিদ্যালয় মাঠ থেকে রোড ট্রাফিক ও সাইবার সচেতনতা বিষয়ে এক র্যালি বের হয়। জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর সহ বিশালগড় প্রেস ক্লাবের কর্মকর্তারা র্যালির সূচনা করেন। বিশালগড় শহরের কয়েকটি স্কুলের ছাত্র ছাত্রী সচেতনামূলক প্লে কার্ড হাতে নিয়ে র্যালিতে অংশ নেন। জেলার সকল পুলিশ অফিসার, মহকুমা পুলিশ এবং থানার ওসি সহ পুলিশ কর্মীরা র্যালিতে অংশ নেন। র্যালি চলাকালীন হেলমেট বিহীন বাইক আরোহীদের হাতে নতুন হেলমেট তুলে দেন পুলিশ সুপার বি জে রেড্ডি সহ আধিকারিক এবং সাংবাদিকরা। এছাড়া হেলমেট পরিধান করেছেন এমন বাইক আরোহীদের গোলাপ ফুল দিয়ে ধন্যবাদ জানানো হয়। পথচারী বাইক গাড়ি চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। র্যালিটি বিশালগড় বাজার এলাকা পরিক্রমা করে অফিসটিলা নতুন টাউন হলে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। রোড ট্রাফিক ও সাইবার সচেতনতা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাসক ড: সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজিব সূত্রধর, আইপিএস প্রফেশনাল ভেঙ্কটরাম, বিশালগড় প্রেসক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সম্পাদক তাজুল ইসলাম, জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক। বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস স্বাগত ভাষণ রাখেন। জেলাশাসক ড: সিদ্ধার্থ শিব জয়সওয়াল বলেন ছাত্র-ছাত্রীদের যেকোনো নেশা থেকে দূরে থাকতে হবে। আজকের ছাত্রছাত্রীরা এদেশের ভবিষ্যৎ। এই ছাত্র যুব সমাজকে সঠিক দিশায় এগিয়ে নিতে পুলিশ প্রশাসন সহ সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বাল্যবিবাহ এবং বয়সন্ধিকালীন গর্ভবতী হওয়ার বিষয়ে তথ্যনিষ্ঠ বক্তব্য রাখেন। পড়াশোনা খেলাধুলা শরীর চর্চায় নিজেদের যুক্ত থাকার পরামর্শ দেন। জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি রোড ট্রাফিক বিষয়ে ভিডিও শো পরিবেশন করেন । আইপিএস ভেঙ্কটরাম সাইবার অপরাধ বিষয়ে ভিডিও শো পরিবেশনের মাধ্যমে উপস্থিত ছাত্র-ছাত্রীদের সচেতন করেন। বিশালগড় প্রেসক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ আজকের আলোচনায় বিষয়বস্তুগুলো ব্যক্তি জীবনে কাজে লাগানোর পরামর্শ দেন । আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে বিকালে সিপাহীজলা অভয়ারণ্যের জু মাঠে সাংবাদিক এবং পুলিশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
38
previous post