Home » বিশালগড়ে জার্নালিস্টস এসো’র বিজয়া সম্মেলন অনুষ্ঠিত

বিশালগড়ে জার্নালিস্টস এসো’র বিজয়া সম্মেলন অনুষ্ঠিত

by admin

প্রতিনিধি, বিশালগড় , ১৩ ডিসেম্বর।। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় সপ্তম বিজয়া সম্মেলন। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে বিশালগড় নতুন টাউন হলে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজ্য সভাপতি বিজয় পাল, বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সম্পাদক তাজুল ইসলাম ,মহকুমা পুলিশ প্রধান দুলাল দত্ত । সভাপতিত্ব করেন সংগঠনের মহকুমা সভাপতি সমীর ভৌমিক। স্থানীয় শ্রীভূমি ব্যান্ডের শিল্পীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন । স্বাগত ভাষণ রাখেন সংগঠনের মহকুমা সম্পাদক খোকন ঘোষ। অতিথিরা বার্ষিক মুখপত্র “সংবাদদাতা”র আবরণ উন্মোচন করেন । কচিকাঁচাদের পরিবেশিত মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান সকলের নজর কাড়ে । বিজয়া সম্মেলনে সেরার বিচারে বিশালগড় মহকুমা এবং জম্পুইজলা মহকুমার মোট ১৩টি দুর্গাপূজা উদ্যোক্তা কমিটির হাতে স্মারক সম্মাননা এবং ট্রফি তুলে দেওয়া হয়। সেরা ক্লাবগুলো হলো প্রগতি সংঘ, রাউৎখলা যুব সংস্থা, বিশ্বপ্রিয় ক্লাব, বিবেকানন্দ ক্লাব, নেতাজী সংঘ, অফিসটিলা যুব সংঘ, একতা সংঘ, যুব সমাজ, ইয়ং ব্লাড ক্লাব, টিএসআর সপ্তম বাহিনী, জনকল্যাণ সংঘ, মধ্য লক্ষীবিল মহিলা সমিতি, গাবর্দী বদ্ধচন্দ্র পাড়া জনজাতি মহিলা পরিচালিত পূজা কমিটি। অ্যাসোসিয়েশনের বিশালগড় মহাকুমা কমিটির পক্ষ থেকে মহকুমায় কর্মরত সাংবাদিকদের স্মারক শুভেচ্ছা প্রদান করা হয়। জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। বিধায়ক সুশান্ত দেব বলেন সবাই মিলে একটা সুন্দর সমাজ গড়তে হবে। বিশালগড় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সারাবছর নানা কার্যক্রম হাতে নেয়। সমাজকে সঠিক দিশা দেখানোর কাজ করছে সাংবাদিকরা। সকল সেরা পূজা আয়োজকদের অভিনন্দন জানান তিনি।

You may also like

Leave a Comment