প্রতিনিধি মোহনপুর:- রাজ্যের জনজাতিদের যোগ্য সম্মান এবং অধিকার প্রদানে বদ্ধপরিকর রাজ্য সরকার। বৃহস্পতিবার গামছা কোবরায় মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য, প্রশাসনিক শিবির এবং জনজাতি গৌরব দিবস পালনের উদ্বোধনী মঞ্চে বললেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এই ধরনের কর্মসূচির মাধ্যমে জনযাত্রীদের নিয়মিত সহায়তার প্রদানের আহবান করলেন মন্ত্রী।
লেফুঙ্গা ব্লকের অন্তর্গত গামছাকোবরা এলাকায় এলাকার মানুষকে প্রশাসনিক এবং স্বাস্থ্যপরিসেবা পৌঁছে দিতে মহকুমা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মহকুমা শাসক সুভাষ দত্ত। এদিনের এই কর্মসূচিতে এলাকার মানুষকে স্বাস্থ্যপরিসেবা প্রদানের পাশাপাশি রেশন কার্ড, পিআরটিসি, আধার পরিষেবা, রেশন কার্ড সহ বিভিন্ন নথিপত্র প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রশাসনিক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছেন মন্ত্রী। তিনি বলেন জনজাতি এলাকাতে বহু মানুষের বৈধ নথিপত্রের অভাব রয়েছে। বছর পর বছর এই মানুষগুলো স্থায়ীভাবে বসবাস করলেও তাদের হাতে নেই নথিপত্র। প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে তাদের নথিপত্র পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সুবিধা হবে বলে আশা ব্যক্ত করেছেন মন্ত্রী। অন্যদিকে রাজ্য সরকার জনজাতি অংশের মানুষদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। এদিন গোটা শিবির ঘুরে দেখার পাশাপাশি সুবিধাভোগীদের হাতে বিভিন্ন নথিপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা এবং ইএম রুনিয়াল দেববর্মা সহ অন্যান্যরা।
গামছা কোবরায় প্রশাসনিক শিবিরের সূচনা করলেন মন্ত্রী
34