ধর্মনগর প্রতিনিধি। চারটা বিধানসভায় এই বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান কমিটির কার্যকর্তারা। যেখানে ২৫০-৩০০ এর অধিক গাছের চারা লাগানো হবে এই চারটা বিধানসভার মধ্যে। ধর্মনগর মহকুমা ন্যায্য মূল্যের দোকান পরিচালন কমিটির উদ্যোগে ডি.এন.ভি স্কুল ময়দানের পাশে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উনাদের এই মহৎ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। একটি শিশু কন্যাও আমাদের সঙ্গে এই মহৎ কর্মসূচিতে দারুন উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। ওর নামটাও সুন্দর কৃষিতা ভৌমিক। কপিল ভৌমিকের কন্যা।
আমাদের স্লোগান ক্লিন ধর্মনগর, গ্রিন ধর্মনগর, লাভ ধর্মনগর। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে রেশন শপ ডিলাররা ও এগিয়ে এসেছেন। উনাদেরকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই। এইভাবে সর্বস্তরের জনগণ এগিয়ে এলে অন্তত পক্ষে গ্রিন ধর্মনগর সফল করে প্রকৃতির রুদ্ররোষ এবং প্রাকৃতিক ভারসাম্যহীনতা থেকে ধর্মনগর কে রক্ষা করতে পারবো।
বিজ্ঞানীদের অভিমত এই মুহূর্তে সারা পৃথিবীতে এক লক্ষ কোটি গাছ কমতি আছে। উনাদের আরো অভিমত এই এক লক্ষ কোটি গাছ লাগানোর মত পৃথিবীতে জায়গা আছে কিন্তু মানুষের মনে সে জায়গা বা উৎসাহ নেই। পৃথিবী এবং মানব সভ্যতা ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া সত্ত্বেও মনুষ্যকুল নির্বিকার। কমিটির সভাপতি বাবলি রানী দাস এবং সম্পাদক বিশ্বজিৎ দেব জানান।
ধর্মনগর মহকুমা ন্যায্য মূল্যের দোকান পরিচালন কমিটির ।
139