Home » বিশালগড়ে বেকারির দরজায় তালা ঝোলানো প্রশাসন

বিশালগড়ে বেকারির দরজায় তালা ঝোলানো প্রশাসন

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে।। মেয়াদ উত্তীর্ণ পচা খাবার খাবার বিক্রির অভিযোগে বেকারির ঝাপ বন্ধ করে দিল বিশালগড় মহকুমা প্রশাসন। জানা যায়, বিশালগড়ে সদ্য চালু হওয়া মায়া বেকারিতে মেয়াদ উত্তীর্ণ পচা এবং নোংরা প্যাকেটজাত খাবার বিক্রি হচ্ছিল । বিষয়টি মহকুমা প্রশাসনের নজরে যায়। অভিযোগ পেয়ে সোমবার মায়া বেকারিতে অভিযান চালায় বিশালগড় মহকুমা প্রশাসন। ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে ফুড ইন্সপেক্টর বিজয় কুমার দাস সহ মহকুমা প্রশাসনের একটি প্রতিনিধি দল অভিযান চালায় বিশালগড় স্টেট ব্যাঙ্ক সংলগ্ন মায়া বেকারিতে। অভিযানে দোকানে প্যাকেটজাত মেয়াদ উত্তীর্ণ খাবার সহ অন্যান্য অনিয়ম প্রশাসনিক আধিকারিকদের নজরে আসে । এরপর শাটার নামিয়ে দোকান বন্ধ করে দেয় প্রশাসন। এছাড়া দোকান মালিকের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডি সি এম প্রসেনজিৎ দাস। এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানান তিনি।

You may also like

Leave a Comment