প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে।। চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে জখম হয়েছে এক যুবক। জানা যায়, মোবাইলে রিল বানাতে গিয়ে ছিটকে পড়েছে সে। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায়। এদিন ট্রেনে চেপে পরিবারের সদস্যদের সঙ্গে উদয়পুর যাচ্ছিল সে। ট্রেনের দরজায় দাঁড়িয়ে মোবাইলে রিল বানাচ্ছিল যুবকটি। বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায় হঠাৎ ট্রেন থেকে ছিটকে পড়েন ওই যুবক। তার নাম নাম সন্দীপ আচার্জী। আগরতলা রাধানগর এলাকায় তার বাড়ি ।
ঘটনার পর স্থানীয় জনতার সহযোগিতায় দমকল কর্মীরা ছুটে গিয়ে রক্তাক্ত যুবককে প্রথমে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা রেফার করেন জিবি হাসপাতালে। সন্দীপের আত্মীয়রা পরবর্তী স্টেশনে ট্রেন থেকে নেমে বিশ্রামগঞ্জে আসেন। এবং পরবর্তী সময়ে জিবি হাসপাতালে ছুটে যান।
চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়লো যুবক
315
previous post