Home » দুইদিন ব্যাপী চড়ক মেলা ও গাজন উৎসব শুরু কাকড়াবনে

দুইদিন ব্যাপী চড়ক মেলা ও গাজন উৎসব শুরু কাকড়াবনে

by admin

প্রতিনিধি, উদয়পুর :-সোমবার থেকে দুইদিন ব্যাপী চড়ক মেলা ও গাজন উৎসব শুরু কাঁকড়াবনের মেলাঘর টিলা এসবি স্কুল প্রাঙ্গনে । এদিন সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে তার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত মহকুমা শাসক সুব্রত দাস । এছাড়া ছিলেন , কাকড়াবন আর.ডি. ব্লকের বিডিও মনোরঞ্জন দেববর্মা , চরক মেলা কমিটির সভাপতি ব্রজেন্দ্র চন্দ্র দাস ও জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা মনোজ দেববর্মা সহ প্রমূখ । মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা মনোজ দেববর্মা বলেন , ১৪৮৫ খ্রিস্টাব্দে প্রথম চরক মেলার শুভ সূচনা হয় তৎকালীন পূর্ববঙ্গ তথা বাংলাদেশে । ৬০০ থেকে ৭০০ বছরের সেই ইতিহাস এখনো চলে আসছে এই কাকরাবনে দেশভাগের পর কাকরাবনে শুরু হয় এই চড়ক মেলা । আদিম কাল থেকে এখনো পর্যন্ত বর্তমান আধুনিক যুগে দাঁড়িয়ে এই মেলা কালবৈশাখে সময় কালে শুরু হয়ে থাকে । মেলা কে কেন্দ্র করে গ্রামীণ এলাকার মেলাঘরটিলা গ্রামবাসীরা মুখিয়ে থাকে এই মেলাটির জন্য। এদিকে এই মেলাকে কেন্দ্র করে এদিন বিভিন্ন দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছে মেলা প্রাঙ্গণে ।চরক মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ এবং গান অনুষ্ঠিত হয় এদিন এই অনুষ্ঠানে । সব মিলিয়ে দুই দিনের এই মেলায় এক জমজমাট আনন্দঘন রূপ ধারণ করবে সেটা মনে করছে সাংস্কৃতিক প্রেমী সাধারণ মানুষ ।

You may also like

Leave a Comment