Home » শতভাগ সাফল্যের ধারা অব্যাহত আনন্দ মার্গে

শতভাগ সাফল্যের ধারা অব্যাহত আনন্দ মার্গে

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে।। সিবিএসসি পরিচালিত মাধ্যমিক পরিক্ষায় দারুণ ফলাফল করেছে বিশালগড় আনন্দ মার্গ স্কুল। এবারও সকল ছাত্র ছাত্রী প্রথম এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে প্রথম বিভাগে ৪৫ জন এবং দ্বিতীয় বিভাগে পাশ করেছে ১৪ জন। পূর্বা দত্ত সর্বাধিক ৯৭ শতাংশ নম্বর পেয়েছে। এছাড়া নিকিতা ভৌমিক, আয়ুষ সাহা, দীপ কুমার দাস, ইমরান খান, অন্তরা সোম ৯০ শতাংশের ওপর নম্বর পেয়েছে। ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছে ১২ জন। সবচেয়ে উল্লেখযোগ্য হলো দুই জন শিক্ষার্থী বাংলায় ১০০ নম্বর এবং বিজ্ঞানে ১ জন ১০০ নম্বর পেয়েছে। সোমবার রেজাল্ট বেরোনোর পর খুশির জোয়ার বইছে বিশালগড় আনন্দ মার্গ স্কুলে। সকল ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা স্কুলে ভিড় জমান। একে অপরের সঙ্গে সাফল্যের শুভেচ্ছা বিনিময় করেন। স্কুলের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ জানান ২০১৯ সালে এ স্কুলের ছাত্র ছাত্রীরা প্রথম মাধ্যমিক পরিক্ষায় বসে। তখন থেকে আজ পর্যন্ত সাফল্যের একই ধারা অব্যাহত রয়েছে। এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে আগামী দিনেও স্কুলের প্রচেষ্টা জারি থাকবে বলে জানান তিনি।

You may also like

Leave a Comment