প্রতিনিধি, উদয়পুর :-
বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার এই রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলিতে রাস্তা সংস্কার এবং নতুনভাবে রাস্তা মেরামত থেকে শুরু করে চলাচলের জন্য বড় এবং ছোট সমস্ত ধরনের সড়ক পথগুলিকে মেরামত করার জন্য কাজ শুরু করে দিয়েছে। সেই সাথে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন এলাকায় রাস্তার সমস্যা এখনো থাকার ফলে চলাচলের সমস্যা হচ্ছে জনসাধারণের। রাস্তা সমস্যার কথা জানতে পেরে এবার খোদ বিধায়ক অভিষেক দেবরায় মাতারবাড়ি নিজ বিধানসভা কেন্দ্রের ১৫ নং বুথের অন্তর্গত ড্রপগেইট বাজার থেকে পরেশ রিয়াং চৌধুরী বাড়ি পর্যন্ত একটি ইটসলিং রাস্তা মরণফাঁদে পরিণত হয়ে রয়েছে দীর্ঘ বহু বছর যাবৎ । এই রাস্তা নিজে পরিদর্শন করেন বিধায়ক । এদিন বিধায়কের সাথে ছিলেন , এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকার যুবকরা। এদিন বিধায়ক অভিষেক দেবরায় গ্রামবাসীদের কে আশ্বস্ত করেন খুব কম সময়ের মধ্যে এই রাস্তা নতুনভাবে রূপান্তরিত করা হবে। বর্তমানে যে পরিস্থিতি হয়ে রয়েছে ইট সলিং রাস্তাটি এর ফলে এলাকায় বড় ধরনের কোন অঘটন ঘটে গেলে সমস্যায় পড়তে হবে গ্রামবাসীদের কে। এমনটাই এলাকাবাসীদের বক্তব্য। আগামী দিনে এই রাস্তা নতুনভাবে রূপান্তরিত হওয়ার আশ্বাস পেয়ে বিজেপি বিধায়ক অভিষেক দেবরায়ের প্রশংসা করেন গ্রামবাসীরা । জানা যায় এদিন স্থানীয় কুঞ্জবন পঞ্চায়েত কেও এলাকায় স্বচ্ছতা বজায় রাখার জন্য নির্দেশ দেন বিধায়ক । এদিন বিধায়কের এলাকার সকলকে কেন্দ্র করে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় গ্রামবাসী থেকে শুরু করে যুব মোর্চার কর্মীদের মধ্যে ।