শান্তির বাজার মহকুমার কালা লাউগাং এলাকায় ব্রু রি সেটেলমেন্টের জন্য ৩০ হেক্টর জায়গা নির্ধারন করাহয়েছে। যারমধ্যে ৬৩৩ পরিবারের বসবাসকরবে এইজায়গায়। আগামীকাল প্রথম পর্যায়ে ৪০ থেকে ৫০ পরিবারের সদস্য থাকারজন্য আসবে। এইসকল লোকজনদের বসবাসের জন্য অস্থায়ীভাবে ঘর থেকে শুরুকরে শৌচালয় সবকিছু নির্মানকরাহচ্ছে। এরইমধ্যে এইজায়গায় বিদ্যুৎ ও পানীয়জলের ব্যাবস্থা করাহয়েছে। আগামীকাল যেসকল লোকজনেরা আসবেন তাদের থাকার জন্য যাতেকরে কোনোপ্রকার অসুবিধার সন্মুখিন হতেনাহয় তারজন্য এইজায়গা ও ঘর নির্মানের কাজ পরিদর্শনকরলেন দক্ষিন জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ, শান্তির বাজার মহকুমাশাসক ডক্টর জি শরৎ নায়ক, অভেদানন্দ বৈদ্য, মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা , ডি সি এম মনোজ পাল, ফুড ইনেস্পক্টর মলয় চৌঁধুরী সহ অন্যান্যরা। সকলের উপস্থিতিতে ব্রু রি সেটেলমেন্টের জন্য নির্ধারিত কাজগুলি পরিদর্শন করলেন। আজকের এই পরিদর্শন শেষে ব্রু রি সেটেলমেন্টের বিভিন্ন দিকগুলি সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন দক্ষিন জেলার জেলাশাসক সাজুওয়াহিদ এ। তিনি জানান আগামীকাল ৪০ থেকে ৫০ পরিবারের লোকজন আসবে। পরবর্তী ২ মাসের মধ্যে মোট ৬৩৩ পরিবারের লোকজন বসবাসের জন্য চলেআসবে। জেলাশাসক জানান এইকাজের জন্য স্থানীয় লোকজনের যাতেকরে কোনোপ্রকার অসুবিধার সন্মুখিন হতেনাহয় তারদিকেও বিশেষ নজর রাখাহয়েছে। ব্রু রি সেটেলমেন্টকে কেন্দ্রকরে জল, বিদ্যুৎ সকল প্রকারের পরিষেবার মাধ্যমে কালা লাউগাং এলাকার ব্যাপক উন্নয়নহচ্ছে।
দ্রুত ব্রু রিয়াং পুনর্বাসন নিয়ে মাঠে নামলেন দক্ষিন জেলার জেলাশাসক সহ এক প্রতিনিধি দল।
by admin
written by admin
129
previous post