Home » জাতীয় সংহতি শিবিরে ত্রিপুরার জয়জয়কার

জাতীয় সংহতি শিবিরে ত্রিপুরার জয়জয়কার

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া – সবচেয়ে সুশৃঙ্খল হিসাবে সেরা দুুটি দলের একটি ত্রিপুরা। এছাড়া দলগত নৃত্যে চতুর্থ স্থান দখল করে বিশেষ পুরস্কার পায় ত্রিপুরা। সমাপ্তি অনুষ্ঠানে রাজ্য দলকে নেতৃত্ব দেওয়া এন এস এস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষের হাতে দুটি পুরষ্কার তুলে দেন অরুণাচল প্রদেশের উচ্চশিক্ষা দফতরের কমিশনার আমজাদ টাক এবং উচ্চশিক্ষা দফতরের সচিব পিগে লিগু। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরুণাচল প্রদেশের রাজ্য এন এস এস আধিকারিক এ.কে মিশ্র, ডেরা নাটুং গভর্নমেন্ট কলেজর অধ্যক্ষ ড. এম কিউ খান,এন এস এস গুয়াহাটির ইউথ অফিসার এন সি দেওরি। উল্লেখ্য গত ৫ই জানুয়ারি থেকে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে শুরু হওয়া এন এস এস এর জাতীয় সংহতি শিবিরের বৃহস্পতিবার ছিল সমাপ্তি দিন। এই শিবিরে দেশের ১৫টি রাজ্য থেকে অংশগ্রহণ করেন ২১০ জন ছাত্রছাত্রী এবং প্রত্যেক রাজ্য থেকে একজন এন এস এস প্রোগ্রাম অফিসার। এই অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের ১০ জন এন এস এস স্বেচ্ছাসেবী। এই দলে থাকার সুযোগ পান গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ৫ জন স্বেচ্ছাসেবীকা ও ৩ জন স্বেচ্ছাসেবক। রাজধানীর এম বি বি কলেজ থেকে ২জন স্বেচ্ছাসেবক। অংশগ্রহণকারী এই রাজ্য দলকে নেতৃত্ব দেন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষক তথা এন এস এস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ ।

You may also like

Leave a Comment