
প্রতিনিধি মোহনপুর:-বাজারে পেঁয়াজের চড়া দাম নিয়ন্ত্রণ করতে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করল মোহনপুর মহকুমা প্রশাসন। সোমবার বামুটিয়ার কালীবাজারে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির সূচনা করলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত। ইতিপূর্বে মহকুমা প্রশাসনের সহযোগিতায় মোহনপুরের হাসপাতাল চৌমুহনীতে কোঅপারেটিভ সোসাইটির সহযোগিতায় পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। এখন পর্যন্ত দুটি স্থানে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানান মহকুমা শাসক। বাজারে পেঁয়াজ বিক্রিকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই বিভিন্ন বাজারে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য কর্মসূচি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এরপরেও এলাকার মানুষকে বাড়তি সহযোগিতা দিতে এবং অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে রাখতে এবার সরাসরি মহকুমা প্রশাসনের উদ্যোগে পেঁয়াজ বিক্রয় কেন্দ্রের সূচনা করা হলো। যার মধ্য দিয়ে এলাকার মানুষ দারুণভাবে উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেছেন মহকুমা শাসক সুভাষ দত্ত। বামুটিয়ার কালীবাজার থেকে গ্রামীণ ব্যাংকের উল্টোদিকে প্রতিদিন সকাল ৭টা থেকে ১১টা এবং বিকেল ৪ থেকে ৭ পর্যন্ত চলবে এই পেঁয়াজ বিক্রি।