
প্রতিনিধি, উদয়পুর :-
উদয়পুর পৌর পরিষদের ২৩ নং ওয়ার্ডটি মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে অন্তর্গত । এবারে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছে । সোমবার সকালে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় ও উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার দলীয় কর্মী ও এলাকাবাসীদের কে সাথে নিয়ে পুরো ওয়ার্ডটি ঘুরে দেখেন । কথা বলেন পৌরবাসীদের সাথে । বিধায়ক এবং পৌর চেয়ারম্যান কে কাছে পেয়ে পৌরবাসীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তাদের কাছে । এলাকার পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট , জল নিকাশি ব্যবস্থা , এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা , মশার উপদ্রব থেকে পৌরবাসীদেরকে রক্ষা করা এছাড়া সরকারি সুযোগ-সুবিধা ও আরো নানা সমস্যা কথা তুলে ধরেন বিধায়ক এবং চেয়ারম্যানের কাছে । পরবর্তী সময়ে এলাকার পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট ও জল নিকাশি ব্যবস্থা সহ এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয় নিয়ে এলাকাবাসীদেরকে নেতৃত্বরা আশ্বস্ত করেন অতি দ্রুত জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করে দেওয়া হবে । সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় সাড়ে চার ঘন্টা গোটা ওয়ার্ডটি ঘুরে দেখেন বিধায়ক ও পৌর চেয়ারম্যান । এইভাবে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র লাগুয়া এই ওয়ার্ডটি তে কখনো তৎকালীন ২৫ বছরের বাম শাসনের সেই সময়ের বিধায়ক এই ওয়ার্ডে এসে মানুষের খোঁজখবর নেয়নি বলে এইদিন জানা যায় । সবমিলিয়ে বর্তমান রাজ্য সরকার যেভাবে সাবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাস নিয়ে কাজ করে চলেছে তা আবারও জনগণের কাছে সরকারের ভাবমূর্তি খুব দ্রুত এলাকায় যে উজ্জ্বল হয়ে দাঁড়িয়েছে তা বলাই বাহুল্য ।