Home » বর্ষায় নিকাশি ব্যবস্থা সচল রাখতে ময়দানে বিধায়ক

বর্ষায় নিকাশি ব্যবস্থা সচল রাখতে ময়দানে বিধায়ক

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১২ জুন।। টানা বৃষ্টিপাত হচ্ছে। কখনো মুশলধারে আবার কখনো ইলশেগুঁড়ি। আকাশ মেঘলা রয়েছে। ভ্যাপসা গরম পড়ছে। হঠাৎ বৃষ্টি স্বস্তি ফিরিয়ে দিচ্ছে। কয়েকদিন ধরে প্রকৃতির এই খেলা চলছেই। তবে খুশি কৃষকেরা। আমন ধানের বীজতলা তৈরি করে নিচ্ছে চাষীরা। যা-ই হোক বৃষ্টিতে নাগরিক জীবনে ছন্দপতন হওয়াটা স্বাভাবিক। বিশেষ করে শহরাঞ্চলের নিকাশি ব্যবস্থা সচল না থাকলে দুর্ভোগ পোহাতে হয়। এক্ষেত্রে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব আগাম ব্যবস্থা নেয়ায় এ বছর বিশালগড়ে দুর্ভোগ অনেকাংশে হ্রাস পেয়েছে। এরপরও কিছু স্থানে জল আটকে গিয়েছে। চলতি বর্ষণে যেখানেই জল জমেছে সেখানে ছুটে গিয়েছে বিধায়ক সুশান্ত দেব। কোথাও শ্রমিক দিয়ে আবার কোথাও ড্রজার লাগিয়ে নিকাশি ব্যবস্থা দ্রুত সচল করা হয়েছে। রাত জেগে কাজ তদারকি করেছে বিধায়ক সুশান্ত দেব। মহকুমা শাসক বিনয় ভূষণ দাস এবং অতিরিক্ত মহকুমা শাসক ত্রিদিপ সরকারকে সঙ্গে নিয়ে অফিসটিলা, নমঃ পাড়া, রাউৎখলা, লক্ষীবিল প্রভৃতি এলাকায় জল নিষ্কাশনের ব্যবস্থা সচল রাখার ব্যবস্থা করেছেন। এরফলে বিগত দিনের মতো জল যন্ত্রণায় ভুগতে হয়নি কাউকে। জল জমলেও ক্ষণিকের মধ্যে জল সরে গিয়েছে। বিধায়ক সুশান্ত দেব জানান, গত দুই মাস আগে থেকে বর্ষাকালীন দুর্ভোগ লাঘবের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আগাম ব্যবস্থা নেয়ার ফলে এ বছর দুর্ভোগ অনেকটা লাঘব হয়েছে। আরও কিছু কাজ করতে হবে। নিকাশি ব্যবস্থা সচল রাখা, নতুন ড্রেইন নির্মাণ ইত্যাদি কাজ প্রতিনিয়ত চলবে। স্থানীয় পুরসভা এবং মহকুমা প্রশাসন যেকোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। সেই সঙ্গে দলের কার্যকর্তারা সদা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

You may also like

Leave a Comment