প্রতিনিধি মোহনপুর:-“মানুষ এখন শিক্ষা নিয়ে ভাবতে শুরু করেছে। মানুষ বুঝে গেছে শিক্ষা মানে মুক্তি। শিক্ষা মানে জীবন। শিক্ষা মানে বিকাশ”। সোমবার মোহনপুরের উত্তর দেবেন্দ্রনগর স্কুল মাঠে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বলছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
বিজেপি আইপিএফটি সরকার গঠিত হওয়ার পর নবম শ্রেণী থেকে পাঠরত সমস্ত শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সোমবার মোহনপুরের দেবেন্দ্রনগর হাই স্কুলে পশ্চিম জেলার ছাত্রীদের মধ্যে বাইসাইকেল প্রদান কর্মসূচির উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী। গোটা পশ্চিম জেলাতে ৯৯১৬ জন ব ছাত্রীদের প্রদান করা হবে বাইসাইকেল। এদিন আনুষ্ঠানিক ভাবে ৩৩৮ জন ছাত্রীদেরকে বাইসাইকেল প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের প্রতি আহবান করেন পড়ালেখা করে ডিগ্রি হাসিল করে বড় বড় চাকরি নিয়ে শুধুমাত্র নিজের দায়িত্ব শেষ নয়। এসবের মধ্য দিয়ে প্রতিটা শিক্ষার্থীর মধ্যে সংবেদনশীল, সামাজিক এবং রাষ্ট্রীয় মানসিকতা থাকতে হবে সমস্ত শিক্ষার্থীর মধ্যে। এসবের মধ্য দিয়ে একজন আদর্শ শিক্ষার্থী আগামী দিনে আদর্শ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে। যার মধ্য দিয়ে সুন্দর হবে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেফুঙ্গা ব্লকের বিএসসি চেয়ারম্যান বুদ্ধদেববর্মা জেলা শিক্ষার্থী অধিকর্তা রুপন রায় এবং অন্যান্যরা।
পশ্চিম জেলার ছাত্রীদের বাইসাইকেল বিতরণের আনুষ্ঠানিক সূচনা মোহনপুরে
132