Home » সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলাস্তরে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়ে উদয়পুরে ।

সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলাস্তরে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়ে উদয়পুরে ।

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

সোমবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে বিভিন্ন প্রকল্পের উপর জেলাস্তরের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় উদয়পুর রাজষি কলা কেন্দ্রে । প্রদীপ প্রজ্জ্বলন করে তার শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা । এছাড়া উপস্থিত ছিলেন , পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ , গোমতি জেলা সভাধিপতি স্বপন অধিকারী, তামিলনাড়ুর বিধায়িকা ভানতী শ্রীনিবাসন ও বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত ও ঝর্ণা দেববর্মা, অভিষেক দেবরায় সহ প্রমূখ । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা বলেন , বর্তমান রাজ্য সরকার মহিলাদের প্রতি খুবই আন্তরিক । এই সরকার চাকরি ক্ষেত্রে ৩৩% মহিলাদের জন্য সংরক্ষণ করেছেন এর মধ্যে ১০ শতাংশ করেছেন পুলিশের চাকরি করার জন্য । শুধু তাই নয় বর্তমান রাজ্য সরকার মহিলাদের সর্বক্ষেত্রে নানান সুযোগ সুবিধা নিয়ে এসেছে । আগামী দিনে এই সরকার আরো বেশি করে কাজ করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি । বিগত দিনে দেখা গিয়েছে মহিলাদের সেইরকমভাবে কোন সুযোগ সুবিধা দেওয়া হতো না । রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার থাকার কারণে সে সকল সুবিধা গুলি খুব সহসাই পেয়ে যাচ্ছে রাজ্যের মহিলারা । বর্তমান সরকার রাজ্যে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সমাজকল্যাণ দপ্তরের বিভিন্ন সুযোগ সুবিধা হাতে তুলে দেওয়া হচ্ছে । এদিন জেলাস্তরের সচেতনতামূলক কর্মসূচিতে বেনিফিসারীদের মধ্যে সুবিধাবীদের হাতে সরকারি প্রকল্পের নানা সুযোগ সুবিধা হাতে তুলে দেওয়া হয়। সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা ও কৃষি মন্ত্রীর হাত ধরে । এদিন সচেতনতামূলক কর্মসূচিতে মহিলাদের উপস্থিতি ছিল রাজষি কলা কেন্দ্রে ব্যাপক সাড়া ।

You may also like

Leave a Comment