প্রতিনিধি, উদয়পুর :- ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য তথা বরিষ্ঠ সাংবাদিক গৌতম চক্রবর্তী দীর্ঘদিন যাবত লিভার জনিত রোগে অসুস্থ হয়ে নিজ বাড়িতেই আছেন।
মঙ্গলবার বিকেলে রোগগ্রস্থ গৌতম চক্রবর্তীকে দেখার জন্য আগরতলা থেকে উদয়পুর আসেন ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের রাজ্য সম্পাদক প্রণব সরকার। বিকাল সাড়ে চারটা নাগাদ প্রণব বাবু সাংবাদিক গৌতম চক্রবর্তীর বাড়িতে যান । তার সাথে ছিলেন উদয়পুরের সাংবাদিক দিলীপ দত্ত, সাংবাদিক বিপ্লব দে, সুজিত সাহা , বিটু মজুমদার , সানি আলম সরকার সহ এক ঝাঁক সাংবাদিক । প্রণব বাবু এদিন গৌতম চক্রবর্তীর স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার উন্নত চিকিৎসার জন্য রাজ্যে সরকারের সাথে আলোচনা করে অতি শীঘ্র যথোপযুক্ত ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। শেষে অসুস্থ গৌতম চক্রবর্তীর হাতে প্রণব বাবুর পক্ষ থেকে সামান্য অর্থ রাশি সাহায্য তুলে দেওয়া হয় ।
অসুস্থ সাংবাদিক গৌতমের বাড়িতে গেলেন প্রণব
112