Home » শান্তির বাজার অটল মার্কেটে শুভসূচনা করাহয় তিনদিনব্যাপী পিঠে পুলি উৎসব ২০২৫

শান্তির বাজার অটল মার্কেটে শুভসূচনা করাহয় তিনদিনব্যাপী পিঠে পুলি উৎসব ২০২৫

by admin

শান্তির বাজার প্রতিনিধ: আজেক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শান্তির বাজার দেশবন্ধুক্লাব প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচী করেথাকে। বাঙ্গালীর বারোমাসে তেরো পার্বন। বাঙ্গালীদের চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখতে প্রত্যেক বছর ক্লাবের উদ্দ্যোগে অনুষ্ঠীত করাহয়পিঠেপুলি উৎসব। অন্যান্যবছরেরন্যায় এইবছরও দেশবন্ধু ক্লাবের উদ্দ্যোগে শান্তির বাজার অটল মার্কেটে তিনদিনব্যাপী পিঠেপুলি উৎসবের আয়োজন করাহয়। ক্লাব আয়োজিত আজকের অনুষ্ঠানে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভাকেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। উদ্ভোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক প্রবীর বরন দাস, ক্লাবের সভাপতি তথা শান্তির বাজার পৌর পরিষদের ভাইসচেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তির বাজার পৌরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, দক্ষিন জেলাপরিষদের সদস্য নিতিশ দেবানাথ, বিশিষ্ট সমাজসেবী দেবাশিষ ভৌমিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন ক্লাবের সম্পাদক প্রবীরবরন দাস। তিনি জানান দেশবন্ধুক্লাবের এইধরনের অনুষ্ঠান আয়োজন করার পিছনে তিনটি কারন রয়েছে। এরমধ্যে প্রথম কারন হলো ঐতিয্যবাহী চিরাচরিত প্রথাকে টিকিয়েরাখা। বর্তমানসময়ে ডিজিটালযুগে পিঠেপুলির প্রথাকে ভুলেযাচ্ছে সকলে। তাই এই চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখতে ক্লাবের এইবিশেষ উদ্দ্যোগ। পিঠেপুলি উৎসব করার পিছনে ক্লাবের দ্বীতিয় লক্ষ্যহলো শান্তির বাজর পৌর এলাকার স্ব সহায়ক দলের সদস্যদের আর্থিকদিকদিয়ে সাবলম্বন করা। দেশবন্ধু ক্লাব আয়োজিত পিঠেপুলি উৎসবে শান্তির বাজার পৌর এলাকাথেকে ৩৮ টি স্বসহায়ক দল ষ্টলনিয়ে হাজির হয়েছে। সকলে নিজেদের তৈরি বিভিন্নপ্রকারের পিঠেনিয়ে এইষ্টলগুলো সাজিয়েতুলেছে। দেশবন্ধু ক্লাবের পক্ষথেকে সকল স্বসহায়ক দলের সদস্যদের পিঠেতৈরির সামগ্রী প্রদানকরাহয়েছে। ক্লাবের উদ্দ্যোগে আয়োজিত মেলার পিছনে তৃত্বীয় কারনহলো সকলের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন তৈরিকরা। মেলায় সকল অংশের লোকজনের সমাগমে সকলের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টিহবে বলে আশাব্যক্ত করেন উদ্দ্যোগতারা। অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে বিধায়ক জানান আগরতলায় আয়োজিত ফুড ফেষ্টিবেলে সকলে যাওয়ার সুযোগহয়েউঠেনা তাই গ্রামীন এলাকায় এইধরনের অনুষ্ঠানের আয়োজনকরাতে ক্লাব কতৃপক্ষকে ধন্যবাদজানান বিধায়ক। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যশেষে রাজ্যের বিভিন্ন প্রান্তথেকে আগত শিল্পীদেরনিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকরাহয়। আজকের এই মেলারশুভ সূচনা ও মেলার বিভিন্নদিকগুলো নিয়ে সংবাদমাধ্যমের সামনে জানালেন ক্লাবের সম্পাদক প্রবীরবরন দাস। তিনি জানান এইবছর মেলা পঞ্চমবছরে পদার্পন করেছে। তিনদিনব্যাপী চলবে এই পিঠেপুলি উৎসব। ক্লাবের উদ্দ্যোগে আয়োজিত পিঠেপুলি উৎসবকেকেন্দ্রকরে মহকুমার বিভিন্নপ্রান্তথেকে ব্যাপকহারে লোকসমাগম ঘটে। পাশাপাশি মেলায় আসা লোকজনদের আনন্দ দিতে বিভিন্ন শিল্পীদের দ্বারা পরিচালিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

You may also like

Leave a Comment