প্রতিনিধি, বিশালগড়, ১০ জানুয়ারি।। বিশালগড়ে অনুষ্ঠিত হয় হরিনাম মহোৎসব। শনিবার বিকাল পাঁচটায় বিশালগড় শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় শোভাযাত্রা। এতে অংশ নেন কয়েক হাজার ভক্ত। স্থানীয় বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেন তিনি। কয়েক হাজার সনাতনী নরনারী দু-হাত তুলে ইসকন ভক্তদের সঙ্গে হরিনামের তালে নেচে গেয়ে শোভাযাত্রা প্রাণবন্ত করে তুলেন। রাজপথ সনাতনী ভক্তদের দখলে চলে যায়। কার্যত তিল ধারনের জায়গা ছিল না। শেষে বিশালগড় নিউ টাউন হলে আয়োজিত হরেকৃষ্ণ মহানাম উৎসবে অংশ নিয়েছে অগণিত ভক্ত। সেখানে ইসকন ভক্তদের হরিনাম কীর্তন চলে দীর্ঘক্ষন। উপস্থিত সকল সনাতনী ভক্তদের মুখে মুখে ধ্বনিত হয় হরেকৃষ্ণ মহানাম। কৃষ্ণ নাম আর প্রভু ভক্তদের নাচের ছন্দে টাউন হল কার্যত ব্রজধামে পরিনত হয়। সবশেষে প্রসাদ গ্রহণ করেন উপস্থিত ভক্তরা। স্মরণাতীত কালে বিশালগড়ে এমন সাড়া জাগানো হরেকৃষ্ণ মহানাম শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বলে কারোর জানা নেই। হরিনামেই মিলে শান্তি এবং মুক্তি। এই হরিনামে নয়া ইতিহাস গড়লো বিশালগড়।
27
previous post