Home » মহারানী হাসপাতালে শুরু হল প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব পরিষেবা

মহারানী হাসপাতালে শুরু হল প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব পরিষেবা

by admin

 প্রতিনিধি, উদয়পুর :- অবশেষে মহারাণী প্রাথমিক হাসপাতালে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের অধীন পরিষেবা শুরু হল। গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুদের নিরাপদ ও সুরক্ষার জন্য প্রতি মাসের নবম ও ২৩তম কাজের দিনে গুনগত মানের প্রাক প্রসব করার জন্য এই অভিযান চলে।
২০১৫ সাল থেকে এই অভিযান চালু হলেও মহারাণী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই পরিষেবার যথেষ্ট ঘাটতি ছিল। কিন্তু সম্প্রতি ডাঃ তমাল দেববর্মা মহারানী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসকের নতুন দায়িত্ব নেওয়ার পর পরিষেবা দেওয়ার উদ্যোগে গ্রহণ করেন। ভারপ্রাপ্ত চিকিৎসকের বার্তা পেয়ে আশা’রাও উতসাহিত হন এবং গর্ভবতী মায়েদেরকে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করেন।
মহারানী প্রাথমিক হাসপাতাল থেকে জানা যায়, আজ ৫০ জন গর্ভবতী মা এক দিনেই প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের অধীন প্রাক প্রসব পরীক্ষা করাতে আসেন। এই প্রথম এত বড় সংখ্যায় গর্ভবতী মায়েরা এই পরিষেবা নিতে আসেন। মহারানীর এলাকার বিভিন্ন উপজাতি এলাকা থেকে মায়েরা আসেন। বিশেষ করে লাভ স্টোরি এডিসি গ্রামের দুক্সিন, মালসাধুপাড়া, কৃষ্ণ ভক্ত পাড়া, আজলাবাড়ী, নাজিলা, কোয়াইমুড়া ভিলেজ, ব্রহ্মছড়া, গামারিয়ার ওয়ারেং বাড়ী এসব এলাকা থেকে মহিলারা পরিষেবা নিতে আসেন।
ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ তমাল দেববর্মা জানান, ৮ জন গর্ভবতী মহিলাদের ঝুঁকিপূর্ণ অবস্থা চিহ্নিত হয়েছে। হাসপাতালের উদ্যোগে ৩ জন মায়ের আলট্রা সনগ্রাফির ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের অধীনে বেশী সংখ্যক মায়েরা পরিষেবা নিতে আসায় হাসপাতালের স্টাফরাও আপ্লুত হন। এবং তারা জানান হাসপাতালের পক্ষ থেকে মায়েদেরকে ফল ও খাওয়ার বিতরণ করা হয়। পরিষেবা পেয়ে গর্ভবতী মায়েরা উৎসাহিত বোধ করেন। হাসপাতাল কতৃপক্ষ জানান এবার থেকে এই পরিষেবা গুনগত মানের উপর জোড় দেওয়া হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে অন্য আরও একজন চিকিৎসক ডাঃ শুভ্রজিত বনিক গর্ভবতী মায়েদেরকে চেক আপ করেন।

You may also like

Leave a Comment