প্রতিনিধি , উদয়পুর :- ত্রিপুরা রাজ্যে একটা সময় গ্রামের উন্নয়নের জন্য নেতাদের কাছে যেতে হতো জনগণকে । কিন্তু বর্তমানে তার চিত্র সম্পূর্ণভাবে পরিবর্তন হয়েছে ত্রিপুরায় । বর্তমান রাজ্য এবং কেন্দ্রীয় সরকার জনগণের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সদা তৎপর রয়েছে । বুধবার দুপুরে মাতাবাড়ি বিধানসভার চন্দ্রপুর ভিলেজ গ্রাম পঞ্চায়েতে ছত্রিশ নং এবং ৩৭ নং বুথের রাস্তাঘাট , জল নিকাশি ব্যবস্থা এবং বক্স কালভার্ট নির্মাণের পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট রাস্তা গুলিকে আর.ডি দপ্তরের আধিকারিক এবং গ্রামীন জনপ্রতিনিধি ও বিধায়ক অভিষেক দেবরায় সহ সরজমিনে পরিদর্শন করেন। এলাকার বিভিন্ন সমস্যাগুলি নিয়ে গ্রামের নাগরিকদের সাথে দীর্ঘ আলোচনা করেন। যে সকল কাজ আগামী দিনে এই এলাকাগুলিতে করানো হবে সে সকল কাজগুলি যেন গ্রামবাসীরা ও বিশেষভাবে নজর দিয়ে দায়িত্ব নিয়ে সমস্ত কাজকে সুন্দরভাবে যাতে শেষ করা যায় সেদিকে লক্ষ্য রেখে সামনে থেকে এগিয়ে আসার আহ্বান রাখেন বিধায়ক । সেই সঙ্গে এলাকাবাসীকে বিধায়ক আশ্বাস প্রদান করেন খুব কম সময়ের মধ্যে এলাকার রাস্তাঘাট , জল নিকাশি ব্যবস্থা এবং কালভার্টের কাজ করে দেওয়া হবে । সবমিলিয়ে এলাকার উন্নয়ন আগামী দিনে এক অন্যতম শিকড়ে পরিণত হবে বলে আশাবাদী গ্রামীণ লোকজন।
33