প্রতিনিধি, গন্ডাছড়া ১১ ডিসেম্বর:- ধলাই জেলা সদর আমবাসা টাউন হলে বুধবার অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক ভারতীয় ভাষা দিবস। রাজ্য ভিত্তিক ভাষা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা সভাধিপতি সুস্মিতা দাস,শিক্ষা দপ্তরের ও এস ডি(রাজ্য) মোহাম্মদ সেলিম, জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা প্রমূখ। এদিন জেলার চারটি মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। । নানা ভাষা নানা মত নানা পরিধান নিয়ে সুন্দর এবং সহজ সরল ভাষায় বক্তব্য তুলে ধরেন জেলা সভাধিপতি সুস্মিতা দাস। তিনি ছোটবেলায় স্কুলে পড়া কবি অতুল প্রসাদ সেনের বিখ্যাত কবিতার কয়েকটি লাইন তুলে বক্তব্য দিতে গিয়ে বলেন দেশের মহান স্বাধীনতা সংগ্রামী সাংবাদিক লেখক কবি সমাজ সংস্কারক এবং বহু ভাষাবিদ তামিলনাড়ুর চিন্নাস্বামী শুভ্রম্মনিয়া ভারতীর আজ ১৪২ তম জন্মদিন। ভাষা দিবস হিসাবে আজকের এই অনুষ্ঠানটি রাজ্য ভিত্তিক পালন করা হচ্ছে। আমাদের মাঝেও আজ উপস্থিত রয়েছে বহু ভাষাভাষী ছাত্র ছাত্রীরা। বহু ভাষাভাষী মানুষের মেলবন্ধনেই এই অনুষ্ঠান। যেখানে প্রতিটি ভাষাভাষীর ছাত্র ছাত্রীরা এই মঞ্চে তাদের সংস্কৃতি তুলে ধরবেন। তাছাড়া আলোচনা করেন শিক্ষা দপ্তরের ওএসডি (রাজ্য দপ্তর) মোহাম্মদ সেলিম,জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা। আলোচকদের আলোচনা শেষ হতেই মঞ্চে অনুষ্ঠিত হয় রাজ্যের তথা জেলার নানা মহকুমা থেকে আগত ছাত্র ছাত্রীদের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠিত হয় ধামাইল, মণিপুরি, আসামি, বিহু,বিজু নৃত্য। রাজ্য ভিত্তিক ভারতীয় ভাষা দিবস অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক সাড়া পড়ে।
34
previous post