166
- প্রতিনিধি শান্তিরবাজার : গ্রামবাসীদের বাধাদানের পরেও খারাপ কাজ শুরু করে দিয়েছেন কাজে নিযুক্ত পাওয়া ঠিকেদার। জোলাইবাড়ি ব্লকের কলসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণের কাজে পুরোনো রড়, সিমেন্ট এবং ইট ব্যবহার করা হচ্ছে প্রথম থেকেই। স্কুল মেনেজিং কমিটি থেকে এই সব কাজের প্রতিবাদ করলে একদিন বন্ধ থাকে, পরে আবার কাজ শুরু হয়। প্রথমে টেন্ডার যে মাপে ডাকা হয়েছে তা না করে নিজেদের মতো ছোটো করে কাজ শুরু করা হয়েছে। বারবার প্রতিবাদ করলেও কারও কথা শুনেন নি ঠিকেদার। শনিবার গ্রামের লোকজন মিলে পুনরায় এই কাজ বন্ধ করে দেয়। গ্রাম বাসিরা অভিযোগ করেন এই কাজে প্রচুর ঘোটালা করা হচ্ছে। বহু পুরোনো কলসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবনের অনেক দিনের দাবি ছিলো। শুক্লাচরন মন্ত্রী হওয়ার পর তার ঐকান্তিক চেষ্টায় কলসি বিদ্যালয় দ্বিতল ভবনের অনুমোদন পায়। কিন্তু ঠিকেদারের জন্য এই বিল্ডিং সঠিকভাবে নীরমান করা হচ্ছে না। গ্রামের লোকজন কাজ বন্ধ করে জোলাইবাড়ি মন্ডলের সভাপতি অজয় রিয়াং এবং মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়াকে ও জানান। কাজে বরাত পাওয়া ঠিকেদার শনিবার কাজ বন্ধ রাখলেও রবিবারে আবার কাজ শুরু করে। গ্রামের লোকজন আবার বাধা দেয়। দপ্তর থেকে ও ঠিকেদারকে শোকজ করা হয়। ঐ ঠিকেদার কারও কথায় শুনতে নারাজ। বৃহস্পতিবার মন্ত্রী আসার আগে ঠিকেদার ঘরটিতে তালা মেরে চলে যায়। অনেক তাল বাহানার পর তালা খুলে দেওয়া হয়। গ্রাম বাসিদের সাথে নিয়ে মন্ত্রী চাকখুস করেন কাজে কি পরিমাণ ভেজাল করা হয়েছে। মন্ত্রী শুকলাচরন নোয়াতিয়া এবং জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নম সব দেখেন এবং মানুষের অভিযোগ শুনেন। মন্ত্রী জানান দপ্তরের আধিকারিকদের দিয়ে তদন্ত করা হবে। কাজের গুনগত মানের সাথে কোনো আপোস করা হবে না।