প্রতিনিধি,গন্ডাছড়া ১১ এপ্রিল:- বিদ্যুৎ দপ্তরের গাফলতির কারণে রতননগর সুলমান পাড়ায় আজও পানীয় জলের সমস্যা অব্যাহত। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত রতননগর এডিসি ভিলেজের সুলমান পাড়া। সেখানে জনজাতি সম্প্রদায়ের প্রায় ৩৭ পরিবারের বসবাস। স্বাধীনতার ৭৫ বছর পর আজও পাড়ার জনজাতিরা বিশুদ্ধ পানির জল থেকে বঞ্চিত। এখনো রাইমা নদীর পাড়ের গর্তের জলই তাদের একমাত্র ভরসা। তবে বর্ষাকালে এই জলও তাদের কপালে জোটে না। এইভাবে ভোট আসে ভোট যায় তবু তাদের ভাগ্যের কোন পরিবর্তন ঘটে না। অবশেষে বর্তমান সরকার এলাকার গিরিবাসীদের কথা চিন্তা করে সেখানে পানীয় জলের উৎস তৈরি করতে বিশেষ উদ্যোগ নেয়। এই মোতাবেক গত বছর গন্ডাছড়া পানীয় জল সম্পদ দপ্তর থেকে জল জীবন মিশন প্রকল্পে সেখানে জলের পাম্প মেশিন বসানো হয়। কিন্তু আজ পর্যন্ত পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। যার ফলে পানীয় জলের পাম্প মেশিনটি কোন কাজে আসছে না। আজও এলাকার মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হয়ে আছেন। এমতাবস্থায় এলাকার জনজাতিরা পুনরায় দাবি তুলেন দ্রুত পাম্পে বিদ্যুৎ সংযোগ করে জল সরবরাহ করার।
বিদ্যুৎ দপ্তরের গাফলতির কারণে রতননগর সুলমান পাড়ায় আজও পানীয় জলের সমস্যা অব্যাহত।
by admin
written by admin
106
previous post