Home » আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা এবং আসামের করিমগঞ্জ জেলার এসপি পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক ধর্মনগরের সম্পন্ন।

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা এবং আসামের করিমগঞ্জ জেলার এসপি পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক ধর্মনগরের সম্পন্ন।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
সোমবার উত্তর জেলা সদর ধর্মনগরে পুলিশ সুপার এর কার্যালয়ে উত্তর জেলা এবং পার্শ্ববর্তী করিমগঞ্জ জেলার এসপি পর্যায়ের এক বৈঠক সম্পন্ন হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পার্থসারথি দাস, ত্রিপুরা এবং আসামের জিআরপিএফ ও আরপিএফ এর অফিসাররা, করিমগঞ্জ জেলার এডিশনাল পুলিশ সুপার প্রমূখ। কিছুদিন আগে ত্রিপুরার ডিজিপি এবং আসানসহ উত্তর পূর্বাঞ্চলের বিজেপি পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়ে গেছে। ইতিমধ্যে বেশ কিছু সিআরপিএফ জোয়ান এসে কাজে যোগদান করে বিভিন্ন ঢাকা পয়েন্টে তল্লাশি চালাচ্ছে এবং ফ্লাগ মার্চ চালিয়ে যাচ্ছে। নির্বাচনের সময় বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যের আদান-প্রদান এবং বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র আদান-প্রদান যাতে বন্ধ করা যায় তার জন্য দুই রাজ্যের এসপি পর্যায়ের এই বৈঠক আজ অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় একে কাজে লাগিয়ে একটা দুষ্টুচক্র নেশা জাতীয় জিনিস লেনদেন এবং বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র প্রবেশের সম্ভাবনা থেকে মানুষকে দূরে রাখতে এবং সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী।

You may also like

Leave a Comment