শান্তিরবাজার প্রতিনিধি: রাজ্য সরকার যুবকদের আর্থিক দিকদিয়ে সাবলম্বী করতে বিশেষপরিকল্পনা হাতে নিয়েছে। যারমধ্যে যেসকল লোকজন অটোচালিয়ে নিজদের আর্থিক দিকদিয়ে সাবলম্বন করতে চাইছে সেইসকল লোকজনদের ঋনপ্রদানের মাধ্যমে অটোর পারমিট দিয়ে অটো কেনার সুযোগকরেদেওয়াহচ্ছে। এরইমধ্যে বুধবার শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্সহলে দক্ষিন জেলার পরিবহন দপ্তরের উদ্দ্যোগে দক্ষিন জেলাথেকে ১৯ জন বেনিফিসারী নির্ধারনকরে অটোর পারমিট বিতরন করাহয়। আজকের এই অনুষ্ঠানে অটোর পারমিট বিতরনের পূর্বে দক্ষিন জেলার পরিবহন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে রোড সেফটির উপর এক বিশেষ কর্মশালা অনুষ্ঠীত করাহয়। এই কর্মশালার মাধ্যমে কিভাবে যানবাহন চালানো প্রয়োজন, ট্রাফিকবিধি আইন মেনে সকলে যানবাহন চালানোর পরামর্শ প্রদান করাহয়। যেসকল লোকজেরা আজকে অটোর পারমিট পেয়ে নতুন অটোক্রয় করবে তারাযেন সঠিকভাবে নির্দিষ্টসময়ে গাড়ীর সকল কাগজপত্র করিয়েনেয় এবং সর্বদা ট্রাফিক আইনের বিধিনিষেধগুলো মেনে গাড়ী চালায় তারজন্য পরামর্শ প্রদানকরাহয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, দক্ষিন জেলার পরিবহন দপ্তরের আধিকারিক সোমেন দেব, মোটর ভেইকেলস ইনেস্পেক্টার সুভজিত মজুমদার, জহর রিয়াং, ডি সি এম পবিত্র দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অথিতিবৃন্দরা ১৯ জন বেনিফিসারীর হাতে অটোর পারমিট তুলেদেয়। আজকের এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান ডিস্ট্রিক ট্রানফোর্ট অফিসার সোমেন দেব। দক্ষিন জেলার পরিবহন দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অটোর পারমিট প্রাপকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।
130