Home » উদয়পুর কে বি আই স্কুলের ১২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয় বুধবার

উদয়পুর কে বি আই স্কুলের ১২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয় বুধবার

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

উদয়পুরের স্বনামধন্য সরকারি স্কুল প্রতিষ্ঠান গুলির মধ্যে অন্যতম স্কুল হল কিরীটি বিক্রম ইন্সটিটিউশন। উদয়পুর কিরীট বিক্রম ইনস্টিটিউশন স্কুলে ১২০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন ও মহারাজা কিরীট বিক্রম কিশোর মানিক্য বাহাদুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শুভ সূচনা করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, জেলা শিক্ষা অধিকর্তা ঝুমা দেব, প্রাক্তন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত পাল সহ আরো অনেকে। এদিন এই অনুষ্ঠানে ৬ জন জাতীয় ও রাজ্য স্তরের ক্রিয়া প্রাক্তন ছাত্রদের বিরাজ কুমার দাস স্মৃতি ক্রিয়াবৃত্তি, দুইজন জাতীয় সেবা প্রকল্পে ছাত্রদের দেবপ্রসাদ দাস স্মৃতি সেবাবৃত্তি, চারজন মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি ও অংকে সর্বোচ্চ নম্বর প্রাক্তন ছাত্র ছাত্রীদের সমীর রঞ্জন দাস স্মৃতি মেধাবৃত্তি, দুইজন উচ্চ মাধ্যমিক অর্থনীতি বিভাগে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রাক্তন ছাত্রদের অর্থনীতি মেধা বৃত্তি পুরস্কার প্রদান করেন। পাশাপাশি স্কুলের বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে পুরস্কার প্রদান করেন। এই স্কুলের বেশ কিছুদিন আগে বিদ্যাজ্যোতি হিসেবে পরিচিতি লাভ করেছে, এর সাথে স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের জন্য উন্নতির কাজ আরো চলছে, আগামী দিনের বর্তমান ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ কামনা করেন গোমতি জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। এদিন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকা দের উপস্থিতি ছিল বেশ সারা জাগানোর মতো।

You may also like

Leave a Comment