শান্তিরবাজার প্রতিনিধি: শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগায় আজ থেকে শুরু হল কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার কাজ। এবার কেজি প্রতি ২১ টাকা ৮৩ পয়সা দরে এফসিআই কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে বলে জানান খাদ্য দপ্তরের শান্তিরবাজার মহকুমার মুখ্য খাদ্য পরিদর্শক মলয় চৌধুরী। গতবছর শান্তিরবাজার মহকুমা বেতাগায় এই সেন্টারটি থেকে ৩৪ মেট্রিক টন কৃষকদের থেকে ধান কেনা হয়েছিলো বলে মলয় বাবু জানান, প্রাকৃতিক দূর্যোগের কারনে এবার গতবারের তুলনায় ধান কম পাওয়া যাবে বলেও আশন্কা প্রকাশ করেন। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের বকাফার কৃষি তত্বাবধায়ক রাজীব সেনও ধানকেনার সূচনাপর্বে উপস্হিত ছিলেন। ধান ক্রয় কেন্দ্রে কৃষকদের মুখোমুখি হয়ে জানা যায় আগে খোলা বাজারে কৃষকরা ধান বিক্রি করতেন । ফসল ফলানোর পরে কম ধরে কিছু মজুমদার অসাধু ব্যবসায়ী কম ধরে ধান ক্রয় করতেন। ধান বিক্রির ক্ষেত্রে কৃষকদের থাকত অনিশ্চিতা, এখন এই রাজ্যে কৃষক কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠিত হওয়ায় সরকারীভাবে ধান কেনায় উপকৃত হচ্ছেন কৃষকরা। রাজ্যের জনকল্যাণমুখী সরকারের খাদ্য জনসংভরণ এবং ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় সহায়ক মূল্যে ধান বিক্রি করে খুশি কৃষক ।
142
previous post